আজ ভোটের লাইনে দাঁড়াল বাংলাদেশ

আগামী পাঁচ বছরের জন্য দেশ পরিচালনার দায়িত্ব কার তা ঠিক হবে আজ। ক্ষমতাসীন মহাজোট, নাকি তাদের প্রধান প্রতিপক্ষ জাতীয় ঐক্যফ্রন্ট তা ঠিক করতে ভোটের লাইনে দাঁড়ালেন ১০ কোটি ৪২ লাখ ৩৮ হাজার ৬৭৭ জন ভোটার। প্রার্থীর মৃত্যুতে গাইবান্ধা-৩ আসন বাদে জাতীয় সংসদের ২৯৯টি আসনে আজ সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে৷এ উপলক্ষে

আজ ভোটের লাইনে দাঁড়াল বাংলাদেশ

আগামী পাঁচ বছরের জন্য দেশ পরিচালনার দায়িত্ব কার তা ঠিক হবে আজ। ক্ষমতাসীন মহাজোট, নাকি তাদের প্রধান প্রতিপক্ষ জাতীয় ঐক্যফ্রন্ট তা ঠিক করতে ভোটের লাইনে দাঁড়ালেন ১০ কোটি ৪২ লাখ ৩৮ হাজার ৬৭৭ জন ভোটার। প্রার্থীর মৃত্যুতে গাইবান্ধা-৩ আসন বাদে জাতীয় সংসদের ২৯৯টি আসনে আজ সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে৷এ উপলক্ষে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে দেশজুড়ে মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। নির্বাচনে আওয়ামি লীগের নেতৃত্বাধীন মহাজোট জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। অন্যদিকে, চাপা উদ্বেগ বিরোধী ঐক্যফ্রন্টে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেছেন, শুক্রবার সকাল ৮টায় প্রচার শেষ হয়েছে। চলছে ভোট৷ এবারের নির্বাচনে ১৮৬১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে নথিভুক্ত ৩৯ দলের ১৭৩৩ জন ও নির্দল ১৮২ জন রয়েছেন। বাম মোর্চা ও ইসলামি কয়েকটি দলের সঙ্গে নির্দল প্রার্থীরা প্রচারে অংশ নিয়েছেন। শুধু ভোটকেন্দ্র পাহারায় পুলিশসহ নিরাপত্তাবাহিনীর ৬ লাখ ৮ হাজার জন সদস্য দায়িত্ব পালন করছেন। এর মধ্যে পুলিশ ১ লাখ ২১ হাজার, আনসার ৪ লাখ ৪৬ হাজার ও গ্রামপুলিশ ৪১ হাজার। এ ছাড়া ৪১৪ প্লাটুন সেনা, ৪৮ প্লাটুন নৌ-বাহিনীর সদস্য, কোস্টগার্ড ৪২ প্লাটুন, বিজিবি ৯৮৩ প্লাটুন ও র্যাব ৬০০ প্লাটুন ভোটের মাঠে রয়েছে। এ ছাড়া স্ট্রাইকিং ও রিজার্ভ ফোর্স হিসেবে র‌্যব ও বিজিবি সদস্যরা থাকছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 + 12 =