রাজধানীর ৩টি গির্জায় ধারাবাহিক বিস্ফোরণ, মৃত অন্তত ১০০

কলম্বো: রবিবার ছুটির দিনে পরপর ৬টি বিস্ফোরণে কাঁপল শ্রীলঙ্কার রাজধানী কলম্বো৷ সংবাদ সংস্থা সূত্রে খবর, রবিবার সাতসকালে কলম্বোয় ৩টি গির্জার ও ৩টি হোটেলে পরপর বিস্ফোরণ ঘটে৷ এখনও পর্যন্ত ১০০ জনের মৃত্যু হয়েছে৷ ঘটনায় ২৫০ জনের বেশি গুরুতর জখম হওয়ার খবর পাওয়া গিয়েছে৷ বিস্ফোরণ ঘটেছে কলম্বোর একটি ঐতিহাসিক চার্চেও৷ রবিবারের প্রার্থনা চলাকালীন এই বিস্ফোরণ ঘটানো হয়েছে

রাজধানীর ৩টি গির্জায় ধারাবাহিক বিস্ফোরণ, মৃত অন্তত ১০০

কলম্বো: রবিবার ছুটির দিনে পরপর ৬টি বিস্ফোরণে কাঁপল শ্রীলঙ্কার রাজধানী কলম্বো৷ সংবাদ সংস্থা সূত্রে খবর, রবিবার সাতসকালে কলম্বোয় ৩টি গির্জার ও ৩টি হোটেলে পরপর বিস্ফোরণ ঘটে৷ এখনও পর্যন্ত ১০০ জনের মৃত্যু হয়েছে৷ ঘটনায় ২৫০ জনের বেশি গুরুতর জখম হওয়ার খবর পাওয়া গিয়েছে৷ বিস্ফোরণ ঘটেছে কলম্বোর একটি ঐতিহাসিক চার্চেও৷ রবিবারের প্রার্থনা চলাকালীন এই বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে খবর৷

রাজধানীর ৩টি গির্জায় ধারাবাহিক বিস্ফোরণ, মৃত অন্তত ১০০স্থানীয় প্রশাসনের আশঙ্কা, পরপর বিস্ফোরণের ঘটনায় মৃত্যুর সংখ্যা বাড়তে পারে৷ যুদ্ধাকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ৷ গোটা এলাকা ঘিরে রেখে পুলিশ৷ চলছে বিস্ফোরণের নমুনা সংগ্রহের কাজ৷ এখনও পর্যন্ত কোনও জঙ্গি সংগঠন এর দায় স্বীকার করেনি৷ তবে, ঘটনার পিছনে আইএসআইয়ের হাত রয়েছে বলে শ্রীলঙ্কার প্রশাসন সূত্রে জানানো হয়েছে৷ কীভাবে এই ঘটনা ঘটল, তা জানতে শুরু হয়েছে উচ্চপর্যায়ের তদন্ত৷

রাজধানীর ৩টি গির্জায় ধারাবাহিক বিস্ফোরণ, মৃত অন্তত ১০০এদিন সকাল সাড়ে আটনা নাগাদ ধারাবাহিক বিস্ফোরণে কেঁপে ওঠে শ্রীলঙ্কা৷ ৫টি গির্জা পরপর বিস্ফোরণ ঘটে৷  ঘটনার আকস্মিকতায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে৷ ইস্টার স্যাটারডের প্রার্থনার সময় ঘটে বিস্ফোরণ৷ গির্জা ছাড়াও ৪টি হোটেলেও ঘটেছে বিস্ফোরণ৷ শেষ পাওয়া খবর, ভারতীয় নাগরিকদের টার্গেট করা হয়েছিল৷ ওই হমলায় বেশ কয়েকজন ভারতীয় মৃত্যুর আশঙ্কা পাওয়া গিয়েছে৷ এদিনের এই বিস্ফোরণে উড়ে গিয়েছে গির্জার ছাদ৷ বিস্ফোরণের তীব্রতা দেখে ক্ষয়ক্ষতির আশঙ্কা তীব্র হচ্ছে৷ গোটা এলাকা ঘিরে ফেলেছে পুলিশ ও নিরাপত্তা বাহিনী৷ পাঁচতারা হোটেলে বিস্ফোরণের ঘটনায় বেশ কিছু বিদেশি নাগরিকের হতাহতের খবরও পাওয়া গিয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 2 =