ওয়াশিংটন ও নয়াদিল্লি: মার্কিন যুক্তরাষ্ট্রের অনুমতি ছাড়াই পাকিস্তান এফ-১৬ যুদ্ধবিমান ব্যবহার করেছে বলে দাবি তুলেছে ভারত। দাবির সপক্ষে একাধিক প্রমাণ দিয়ে বিষয়টি নিয়ে ওয়াশিংটনের হস্তক্ষেপও চেয়েছে নয়াদিল্লি। পাকিস্তান এফ-১৬ যুদ্ধবিমান ব্যবহারের কথা অস্বীকার করলেও ভারতের দাবি মেনে ইতিমধ্যেই বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন মার্কিন বিদেশ দপ্তরের এক আধিকারিক।
গত বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এফ-১৬ যুদ্ধবিমান থেকে ছোঁড়া ‘আমরাম’ মিসাইলের অংশবিশেষ দেখান ভারতের সেনাকর্তারা। জানা গিয়েছে, ভারতের সেনাছাউনি লক্ষ্য করে গত ২৭ ফেব্রুয়ারি আমরাম মিসাইল ছোঁড়ে পাক এফ-১৬ যুদ্ধবিমান। এরপরেই ওই এলাকাজুড়ে তল্লাশি চালিয়ে মিসাইলের অংশবিশেষ উদ্ধার করেন ভারতীয় সেনা জওয়ানরা। সেই সংক্রান্ত প্রমাণ মার্কিন যুক্তরাষ্ট্রের হাতেও তুলে দেওয়া হয়।
এই প্রসঙ্গে মার্কিন বিদেশ দপ্তরের তরফে জানানো হয়, পাকিস্তান ভারতের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের থেকে কেনা এফ-১৬ যুদ্ধবিমানের অপব্যবহার করেছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। মার্কিন বিদেশ দপ্তরের সহকারী মুখপাত্র রবার্ট পাল্লাডিনো বলেন, ‘আমরা রিপোর্টগুলি দেখেছি। গোটা বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।’ তিনি আরও বলেন, ‘এখনই এই বিষয়ে চূড়ান্তভাবে কিছু বলা সম্ভব নয়। মার্কিন প্রতিরক্ষা বিভাগের প্রযুক্তি জড়িয়ে রয়েছে, এমন দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আমরা নীতিগতভাবেই প্রকাশ্যে কোনও মন্তব্য করব না। তবে গোটা বিষয়টির উপর নজর রাখা হচ্ছে।’