এবার চিংড়ির গায়েও লাগল নীল-সাদা রঙ

মার্কিন যুক্তরাষ্ট্র : এবার চিংড়ির আগেও লালগ নীল-সাদা রঙ৷ এমনই এক বিরল প্রজাতির চিংড়ির দেখা মিলেছে মার্কিন যুক্তরাষ্ট্রের এক রেস্তেরাঁয়৷ রেস্তেরাঁয় অন্যান্য মাছের সঙ্গে চলে আসে ওই নীল-সাদা চিংড়িটি৷ এমন চিংড়ি দেখে কর্মীরা সটান খবর দেন মালিককে৷ তিনি গিয়ে চিংড়িটি আলাদা করে রাখেন৷ এরপরই খোঁজখবর করেন৷ পরে তিনি জানতে পারেন, জিন ঘটিত কারণেই এই চিংড়িটি

এবার চিংড়ির গায়েও লাগল নীল-সাদা রঙ

মার্কিন যুক্তরাষ্ট্র : এবার চিংড়ির আগেও লালগ নীল-সাদা রঙ৷ এমনই এক বিরল প্রজাতির চিংড়ির দেখা মিলেছে মার্কিন যুক্তরাষ্ট্রের এক রেস্তেরাঁয়৷ রেস্তেরাঁয় অন্যান্য মাছের সঙ্গে চলে আসে ওই নীল-সাদা চিংড়িটি৷ এমন চিংড়ি দেখে কর্মীরা সটান খবর দেন মালিককে৷ তিনি গিয়ে চিংড়িটি আলাদা করে রাখেন৷ এরপরই খোঁজখবর করেন৷

পরে তিনি জানতে পারেন, জিন ঘটিত কারণেই এই চিংড়িটি গায়ের রং নীল-সাদা হয়েছে৷ প্রায় ২ লক্ষ চিংড়ির মধ্যে এমন একটি চিংড়ির জন্ম হয়৷ এরপরই তিনি সিদ্ধান্ত, চিংড়ি রান্না করতেন না তাঁরা৷ অত্যন্ত যত্নের সঙ্গে সেটিকে রেস্তেরাঁয় রেখে দিয়েছেন সাধারণের দর্শনে৷ পরে তিনি সেটিকে দান করেন স্থানীয় সেন্ট লুইস অ্যাকোরিয়ামে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × four =