এবার মার্কিন বাহিনী সেন্টকমকে জঙ্গি তালিকাভুক্ত করল ইরান৷ জাতীয় নিরাপত্তা পরিষদের ইরানের তরফে এই ঘোষণা করা হয়েছে৷ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের আইআরজিসিকে নিষিদ্ধ ঘোষণা করাতেই পাল্টা পদক্ষেপ হিসেবে এ সিদ্ধান্ত ইরানের৷
একটি বিবৃতিতে ইরানের তরফে মার্কিন সরকারকে ‘সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক’ হিসেবে অভিহিত করে বলা হয়েছে৷ ডোনাল্ড ট্রাম্পের ‘অবৈধ ও হঠকারী’ সিদ্ধান্তের কারণে আইআরজিসিকে বিদেশি সন্ত্রাসী সংগঠনের তালিকাভুক্ত করা হয়েছে বলে দাবি ইরানের৷ মার্কিন সরকারের এ সিদ্ধান্তের নিন্দা জানানোর পাশাপাশি আইআরজিসি’র বিরুদ্ধে আনা অভিযোগকে ভিত্তিহীন বলেও জানিয়েছে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ৷
এর আগে সোমবার হোয়াইট হাউসের এক বিবৃতিতে অভিযোগ করা হয়, বিশ্বজুড়ে সন্ত্রাস চালানোর ক্ষেত্রে ইরান আইআরজিসিকে ব্যবহার করছে। বিবৃতিতে ট্রাম্প বলেন, ‘পররাষ্ট্র মন্ত্রণালয়ের নেতৃত্বে এই নজিরবিহীন পদক্ষেপ এমন বাস্তবতাকেই স্বীকৃতি দেয়, ইরান কেবল রাষ্ট্র হিসেবেই সন্ত্রাসের পৃষ্ঠপোষক নয়, তাদের আইআরজিসি শাসকদের যন্ত্র হিসেবে সন্ত্রাসে অংশ নিচ্ছে৷ পৃষ্ঠপোষকতা করছে।’
আইআরজিসির সঙ্গে যোগাযোগ বন্ধ করতে সংশ্লিষ্ট প্রশাসনকে আহ্বান জানিয়ে ট্রাম্প বলেন, কেউ যদি আইআরজিসির সঙ্গে যোগাযোগ রাখে, তবে সে সন্ত্রাসে মদত দেওয়া হচ্ছে বলেই ধরে নেওয়া হবে৷’’ মার্কিন প্রেসিডেন্টের এই বিবৃতির পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী ও প্রেসিডেন্ট হাসান রুহানিকে লেখা এক চিঠিতে মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন বাহিনী সেন্টকমকে জঙ্গি সংগঠনের তালিকাভুক্ত করার প্রস্তাব দেন৷ চিঠিতে জারিফ বলেন, মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন সেনারা প্রকাশ্যে ও গোপনে বিভিন্ন জঙ্গি গোষ্ঠীকে সমর্থন দেওয়ার কারণে ও জঙ্গিদের সঙ্গে মার্কিন বাহিনীর সরাসরি যোগাসাজশের কারণেই ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের উচিত মার্কিন বাহিনীকে সন্ত্রাসী তালিকায় ফেলা। এই চিঠি পাওয়ার পর এসএনএসসি মার্কিন সেনাবাহিনীর বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নেয়৷