তেহরান: আমেরিকাকে বিশ্বের সন্ত্রাসবাদীদের নেতা বলে তোপ দাগল ইরান। সম্প্রতি ইরানের রেভেল্যুশনারি গার্ডকে কালো তালিকাভুক্ত করেছে আমেরিকা। এর অর্থ এই সংগঠনের সঙ্গে যুক্ত যে কাউকে জেলে ভরতে পারবে ওয়াশিংটন।
এই প্রথম নির্বাচিত কোনও সরকারের একটা অংশকে জঙ্গি তকমা দিল তারা। আমেরিকার এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছে ইরান। ইরানের জাতীয় টেলিভিশনে এই নিয়ে বক্তব্য রাখতে গিয়ে ইরানের প্রেসিডেন্ট হাসান রৌহানি বলেন, ‘বিপ্লবী সংগঠনকে সন্ত্রাসবাদী তকমা দেওয়ার আপনারা কে?’
ইরানের পরমাণু প্রযুক্তি দিবস উপলক্ষে ভাষণে রৌহনি জঙ্গি দমনে রেভেল্যুশনারি গার্ডের ভূমিকার প্রশংসা করে বলেন, ১৯৭৯ সালে গঠনের পর থেকে এই সংগঠন সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়ছে। উল্টে তিনি বলেন, আমেরিকা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সব সময় জঙ্গিদের মদত দিয়ে থাকে।