ঢাকা: পাকিস্তানিদের ভিসা দেওয়া বন্ধ করেছে বাংলাদেশ। চারমাস ধরে পাকিস্তানে বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলার ইকবাল হোসাইনের ভিসার মেয়াদ বাড়ানোর আবেদন পাকিস্তান ঝুলিয়ে রাখার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এবছরের ৯ জানুয়ারি পাকিস্তানের বিদেশমন্ত্রকে ভিসার মেয়াদ বাড়ানোর আবেদন করেন ইকবাল। দুইদিন পর নথিটি দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যায়। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনের এক কর্মকর্তা জানিয়েছেন, প্রতিবাদে পাকিস্তানিদের জন্য ভিসা প্রদান বন্ধ রেখেছেন তাঁরা। গত বছরের নভেম্বর থেকে দূতাবাসে ভিসা অফিসার পদটি খালি রয়েছে। ইকবাল তার বর্তমান দায়িত্বের সঙ্গে অতিরিক্ত হিসেবে সে বিভাগের দায়িত্বও পালন করছেন। প্রতিবাদ হিসেবে গত একসপ্তাহ ধরে ইকবাল হোসাইন পাকিস্তানিদের ভিসা দেওয়া বন্ধ রেখেছেন। এটা কোনও সরকারি ঘোষণার মাধ্যমে বন্ধ করা নয়।
মেয়ের সঙ্গে ইসলামাবাদে রয়েছেন ইকবাল। ভিসা না পাওয়ায় তার তার স্ত্রী ও ছেলে ঢাকায় আছেন। এদিকে গত ৩০ মার্চ ইকবালের ভিসা মেয়াদ শেষ হয়েছে। এরপর পাকিস্তানের পক্ষ থেকে ভিসার মেয়াদ বাড়ানো হবে বলে বারবার আশ্বাস দেওয়া হয়। এ বিষয়ে কয়েকটি বৈঠক এবং চিঠি চালাচালি হলেও সুরাহা হয়নি। অন্যদিকে, গত বছরের মার্চে পাকিস্তানের বিদেশমন্ত্রক বাংলাদেশে তাদের নতুন হাইকমিশনার হিসেবে সাকলায়েন সায়েদাহর নাম প্রস্তাব করলেও বাংলাদেশ তা বাতিল বা গ্রহণ করেনি।