পাহাড়ি এই শিশু মনুষ্যত্বের পাঠ দিচ্ছে গোটা বিশ্বকে, কীভাবে জানেন?

আইজল: এক হাতে সাইকেলে চাপা পড়া মুরগির ছানা ও আরেক হাতে দশ টাকার নোট নিয়ে হাসপাতালে ছুটলোছয় বছরের অবোধ শিশু, মুখে করুণ আকুতি, “একে বাঁচিয়ে দাও”। মিজোরামের আইজল জেলার সাইরং এর বাসিন্দা ডেরেক সি লাল চানহিমা পাড়ার রাস্তায় সাইকেল চালানোর সময়ে তার সাইকেলের চাকার তলায় এসে পড়ে পড়শির মুরগি ছানাটি। ছোট্ট শিশুটি, ঘাবড়ে গিয়ে মুরগির

পাহাড়ি এই শিশু মনুষ্যত্বের পাঠ দিচ্ছে গোটা বিশ্বকে, কীভাবে জানেন?

আইজল: এক হাতে সাইকেলে চাপা পড়া মুরগির ছানা ও আরেক হাতে দশ টাকার নোট নিয়ে হাসপাতালে ছুটলোছয় বছরের অবোধ শিশু, মুখে করুণ আকুতি, “একে বাঁচিয়ে দাও”। মিজোরামের আইজল জেলার সাইরং এর বাসিন্দা ডেরেক সি লাল চানহিমা পাড়ার রাস্তায় সাইকেল চালানোর সময়ে তার সাইকেলের চাকার তলায় এসে পড়ে পড়শির মুরগি ছানাটি।

ছোট্ট শিশুটি, ঘাবড়ে গিয়ে মুরগির ছানাটি নিয়ে তক্ষুনি ছোটে বাড়িতে, বাবা মায়ের কাছে আর্জি জানায় ছানাটিকে বাঁচিয়ে তোলার। বাবা মা তাকে বোঝানোর চেষ্টা করে বিফল হন, যে ছানাটি মারা গেছে। জন্ম-মৃত্যুর বোধ না থাকা অবোধ শিশুটি তখন মুরগি ছানাটি কে নিয়ে ছোটে হাসপাতালে। সাথে নিয়ে যায় নিজের জমানো দশ টাকার একটি নোট। নার্সের টেবিলে ছানাটিকে রেখে অবুঝ আর্জি জানাতে থাকে, “একে বাঁচিয়ে দাও”। নার্স তার কথা না রাখতে পারলেও, অন্য এক নার্স লক্ষ্য করেন এই নিষ্পাপ শিশুর ভেতরের মনুষ্যত্বকে।

তিনি মোবাইল বন্দি করেন এই ছোট্ট সরল মানুষটিকে, ধন্যবাদ তাঁকে, তাঁর জন্যেই আমাদের পরিচয় ঘটে এই বিশালহৃদয় বালকটির সঙ্গে। ফেসবুকে এই কয়েক দিনে লক্ষাধিক শেয়ার হয় ডেরেক এর ভিডিওটির, বিভিন্ন বিখ্যাত মানুষ প্রশংসা করে ডেরেকের মানবিক হৃদয়ের। আজ দেশজোড়া ভোট নিয়ে নানান নেতা মন্ত্রীর অমানবিক কাদা ছোঁড়া-ছুঁড়ির মধ্যে মিজোরামের এই ছোট্ট শিশু সত্যিই নতুন করে মনুষ্যত্বেরনতুন পাঠ দেয় আমাদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 + 7 =