এ প্রাণীর জন্ম আছে তবে মৃত্যু নেই! নাম জানেন?

কলকাতা: মানুষ পারেনি তবে একটা ছোট্ট প্রাণী প্রায় অমরত্ব লাভ করেছে, বলছেন বিজ্ঞানীরা। এর নাম হল ব্যাকওয়ার্ড এজিং জেলিফিশ। প্রাণীবিদদের কাছে যার পরিচয় টারিটোপসিস ডোরনি।…

কলকাতা: মানুষ পারেনি তবে একটা ছোট্ট প্রাণী প্রায় অমরত্ব লাভ করেছে, বলছেন বিজ্ঞানীরা। এর নাম হল ব্যাকওয়ার্ড এজিং জেলিফিশ। প্রাণীবিদদের কাছে যার পরিচয় টারিটোপসিস ডোরনি। আর এর একটি বিশেষ বৈশিষ্ট্যের জন্য জেলিফিশের এই ক্ষুদ্র প্রজাতিকে ‘অমর জেলিফিশ’ নামে চিহ্নিত করা হয়ে থাকে।

এটাই পৃথিবীর একমাত্র প্রাণী, যারা কখনও মরে না। তাই এর বয়স সঠিকভাবে অনুমান করা যায় না। এই প্রাণীটির বিশেষত্ব হল পরিণত হওয়ার পর এটি আবার প্রথম পর্যায়ে ফিরে আসে। এর পরে এটি আবার বিকশিত হয়। এটা সবসময় চলতেই থাকে। তাই জৈবিকভাবে এই জেলিফিশ কখনই মরে না।

একে অমর জেলিফিশও বলা হয়। বিজ্ঞানীরা বলছেন, মৃত্যুর কোনওরকম আশঙ্কা থাকলে, এর বার্ধক্যের উল্টো পথ ধরে। ন্যাশনাল জিওগ্রাফিকের গবেষকরা জানিয়েছেন, যদি এই জেলিফিশের শরীরের কোনও অংশে আঘাত লাগে, বা অসুস্থ হয়ে পড়ে, সঙ্গে সঙ্গে এরা ‘পলিপ দশা’-য় চলে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *