ব্রিটেন : এই নিয়ে তিনবার ব্রিটেনের সবথেকে ধনী হলেন হিন্দুজারা। সানডে টাইমসের ধনী তালিকায় শ্রী এবং গোপী হিন্দুজা একেবারে শীর্ষে। গতবছর তাঁদের সম্পত্তি ছিল ১.৩৫৬ বিলিয়ন পাউন্ড। এবছর তা দাঁড়িয়েছে ২২ বিলিয়নে।
হিন্দুজাদের পারিবারিক ব্যবসা ১৯১৪ সালে মুম্বইয়ে শুরু হয়। এখন তেল, গ্যাস, তথ্যপ্রযুক্তি এবং সম্পত্তির ব্যবসা তাদের দুনিয়াজোড়া। ব্রিটিশ নাগরিক ৮৩ বছরের শ্রী এবং ৭৯ বছরের গোপী চার ভাইয়ের দুজন, যাঁরা ব্যবসা দেখভাল করেন। ২০১৪ এবং ২০১৭ সালে তাঁরা ছিলেন এই তালিকার শীর্ষে। গতবছর রাসায়ণিক ব্যবসায়ী স্যার জিম র্যটক্লিফ ছিলেন এক নম্বরে। এবার তিনি তিনে। এবারই প্রথম কৃষ্ণাঙ্গী ভ্যালেরি মোরান এসেছেন তালিকায়।