আত্মঘাতী প্রভুর অপেক্ষায় টানা ৪দিন সেতুতে বসে সারমেয়, স্বজন হারানো হাহাকার!

আত্মঘাতী প্রভুর অপেক্ষায় টানা ৪দিন সেতুতে বসে সারমেয়, স্বজন হারানো হাহাকার!

বেজিং: প্রভুর প্রতি সারমেয়র আনুগত্য সর্বজনবিদিত৷ আনুগত্যের প্রশ্ন উঠলে সারমেয় ছাড়া এক কথায়  অন্য কোনও পোষ্যের চিন্তা মনেই আসে না৷ প্রভুর জন্য নিজের জীবনও দিতে পারে এরা৷ সারমেয়রা সব সময়ই তার প্রভুকে জড়িয়ে থাকতে চায়৷ কোনও পরিস্থিতিতেই তারা প্রভুকে ছাড়তে নারাজ৷ তাদের এই ভালোবাসার কাহিনী হৃদয়কে নাড়া দিয়ে যায়৷ প্রভুকে হারানোর যন্ত্রণায় সবেয়ে বেশি কষ্ট পায় এই অবলা সারমেয়রাই৷ 

এমনই এক সারমেয়র করুন পরিণতি দেখল চিন৷ ঘটনাটি উহান শহরের৷ মিরর-এর রিপোর্ট বলে, দিন কয়েক আগে উহান শহরেরই ইয়াংজি সেতু থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন এক ব্যক্তি৷ সেই ঘটনা সামনে থেকে নিজের চোখে দেখে তাঁর পোষ্য কুকুরটি৷ এর পর চার দিন কেটে গেলেও পোষ্যটি সেখান থেকে সরেনি৷ ঠাঁয় বসেছিল সেতুর উপরেই৷ হয়তো বা বসেছিল প্রভুর ফেরার অপেক্ষায়৷   

কুকুরটিকে এই ভাবে বসে থাকতে দেখে স্থানীয় কিছু বাসিন্দা তাকে নিয়ে যেতে এসেছিল, কিন্তু পারেনি৷ ভয় পেয়ে পালিয়ে যায় সে৷ উহান স্মল অ্যানিম্যাল প্রোটেকসন অ্যাসোসিয়েশন কুকুরটির খোঁজ শুরু করেছে৷ 

গত ৩০ মে বিকেলে এই সেতুর উপর থেকেই ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছিল তার মনিব৷ এই ঘটনার পর থেকে কুকুরটি সেতুর ফুটপাতের উপরেই বসেছিল৷ স্থানীয়রা তাকে সাহায্য করার জন্য এগিয়ে এলে, সে ভয়ে পালিয়ে যায়৷ না জানি কোথায় মনিবের খোঁজে হন্যে হয়ে ঘুরে বেরাচ্ছে এই সারমেয়টি৷ তবে আশা করা হচ্ছে, খুব শীঘ্রই তাকে খুঁজে পাওয়া যাবে৷ খুঁজে পাওয়ার পর তাকে এমন একটি পরিবেশে রাখা হবে, যেখানে সহজেই এই মানসিক যন্ত্রণা থেকে মুক্তি পাবে সে৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 5 =