হুবহু যেন মানুষের ঠোঁট-দাঁত! অদ্ভূত মাছের ছবিতে উত্তাল নেট দুনিয়া

হুবহু যেন মানুষের ঠোঁট-দাঁত! অদ্ভূত মাছের ছবিতে উত্তাল নেট দুনিয়া

e2a1ac13ba0efc4ac8a2fdd2e8b8f9b7

কোয়ালা লামপুর: প্রকৃতির রহস্যের কিনারা খুঁজে পাওয়া সত্যই দুষ্কর৷ প্রকৃতির ভাণ্ডারে লুকিয়ে রয়েছে না জানি কত অদ্ভূত রহস্য৷ শুধু পরিবেশ নয়, কিছু প্রাণির শারীরিক গঠনও আমাদের রীতিমতো বিস্মিত করে দেয়৷ এমনই এক রহস্যের সন্ধান মিলল মালয়েশিয়ায়৷ দেখা মিলল এক অদ্ভূত দর্শন মাছের৷ যে ছবি সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল৷ 

অনলাইনের দৌলতে খুব সহজেই বিশ্বের বিরলতম দৃশ্যগুলির সাক্ষী হওয়ার সুযোগ পাই আমরা৷ যা দাগ কেটে যায় আমরাদের মনে৷ এমনই এক ছবি দেখে ফের স্তম্ভিত বিশ্ববাসী৷ দেখা মিলল মানুষরূপী মাছের৷ হুবহু মানুষের মতন দেখতে৷ ঠিক যেন মানুষ ঠোঁট আর দাঁত কেটে বসানো হয়েছে মাছের মুখে৷ এই ছবি ভাইরাল হতেই হইচই পড়ে যায় নেট পাড়ায়৷ ছবিটি যে ফটোশপ করা নয়, তার প্রমাণও মিলেছে৷ 

জানা গিয়েছে, এই ধরনের মাছকে বলা হয় ট্রিগার ফিশ৷ সাধারণত দক্ষিণপূর্ব এশিয়ার জলাশয়ে দেখা মেলে এই ধরেনর মাছের৷ শক্ত চোয়াল, মানুষের মতন বড় ঠোঁট আর দাঁত যে কাউকে হতবাক করার জন্য যথেষ্ট৷ ট্রিগার ফিশের গায়ে দেখা যায় দুটি রং৷ লাল রং-এর একটি রেখা দিয়ে হয়েছে এই দুই রং-এর সুস্পষ্ট বিভাজন৷  তবে এই ফটো ভাইরাল হতেই নেটিজেনরা শুরু করে দিয়েছে তাদের কেরামতি৷ মাছটিকে আরও বেশি মানুষের রূপ দিতে ফটোশপে রেখে আঁকা হয়েছে তার চোখের পাতা৷ বসানো হয়েছে হাত৷ 

এর আগেও দেখা মিলেছিল এমনই এক অদ্ভূত দর্শন মাছের৷ তবে সেটি জলের নীচে থাকায় ততটা স্পষ্ট ধরা পড়েনি তার রূপ৷ জলের নীচে থাকা অবস্থাতেই ওই মাছের ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন এক ব্যক্তি৷ ছবিটি খুব স্পষ্ট না হলেও তা ঝড় তুলেছিল অন্তর্জালে৷ তবে মালয়েশিয়ার এই মাছটি সব অস্বচ্ছতা দূর করে সোশ্যাল মিডিয়ার হাত ধরে ধরা দিল বিশ্ব দরবারে৷