সোশ্যাল মিডিয়ায় লাইকের ‌সর্বকালীন রেকর্ড ভাঙল ভারতের এই ডিম!

নয়াদিল্লি: সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে নিশ্চয় লাইকের জন্য অপেক্ষায় করে থাকেন আপনি! কেন, কী কমেন্ট করল, কে কে লাইক করল তাও এক ঝলক দেখেও দেন নিশ্চয়৷ যদিও, তাই হয়, বুকে হাত রেখে বলতে পারবেন, আপনার দেওয়া পোস্ট সর্বাধিক কটা লাইক পেয়েছেন৷ ৫০০ কিংবা হাজার৷ কিন্তু, জানেন, সামান্য একটা ডিমের ছবি, সোশ্যাল মিডিয়ায় লাইকের বন্যা

সোশ্যাল মিডিয়ায় লাইকের ‌সর্বকালীন রেকর্ড ভাঙল ভারতের এই ডিম!

নয়াদিল্লি: সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে নিশ্চয় লাইকের জন্য অপেক্ষায় করে থাকেন আপনি! কেন, কী কমেন্ট করল, কে কে লাইক করল তাও এক ঝলক দেখেও দেন নিশ্চয়৷ যদিও, তাই হয়, বুকে হাত রেখে বলতে পারবেন, আপনার দেওয়া পোস্ট সর্বাধিক কটা লাইক পেয়েছেন৷ ৫০০ কিংবা হাজার৷ কিন্তু, জানেন, সামান্য একটা ডিমের ছবি, সোশ্যাল মিডিয়ায় লাইকের বন্যা বইয়ে দিয়েছে৷ কী সেই ডিম৷ বিশেষ কিছু?

না৷ এক কথায় পাতি একটি ডিমের লাইক দাঁড়িয়েছে ৫,০০,১৭,৪৫৩৷ সংখ্যাটা পড়তে পরালেন? ৫ কোটি, ১৭ হাজার ৪৮৩৷ এতক্ষণে সম্ভবত ৫০০ ছুঁয়ে ফেলেছে৷ এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এ যাবৎ ১৮ মিলিয়ন লাইক পেয়ে ইনস্টাগ্রামে সবচেয়ে বেশি জনপ্রিয় প্রোফাইল ছিল কেলি জেনর-এর। সেই রেকর্ড তছনছ করে দিয়েছে একটি ডিম। সৌজন্যে এক ভারতীয়।

ভারতীয় বংশোদ্ভূত মার্কেটিং বিশেষজ্ঞ ইশান গোয়েলের পোস্ট করা একটি ডিমের ছবি এ যাবৎ ইনস্টাগ্রামে সর্বাধিক লাইক পাওয়া পোস্ট। ওয়ার্ল্ড রেকর্ড এগ নামক প্রোফাইলটির এ যাবৎ কালে লাইক সংখ্যা ৫০০১৭৪৫২। #LikeTheEgg #EggSoldiers #EggGang -এই ধরনের হ্যাশট্যাগে পাওয়া ডিমবাবাজির দেখা পাওয়া যাবে।
দেখুন সেই ছবি—

 

View this post on Instagram

 

A post shared by EGG GANG ? (@world_record_egg) on Jan 18, 2019 at 1:54pm PST

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 − 8 =