মস্কো: প্রবল ঠাণ্ডায় রাস্তার এক পাশে জবুথবু হয়ে পড়েছিল সে৷ ঠাণ্ডার কামড়ে অসাড় হয়ে গিয়েছিল তার পা গুলি৷ ধূসর রং-এর এই মার্জারটিকে দেখে মায়া হয় এক পথচারীর৷ তাকে তুলে নিয়ে আসেন পশু চিকিৎসকের কাছে৷ কিন্তু তাকে বাঁচাতে তার লিম্বগুলি কেটে বাদ দিতে হয় চিকিৎসকদের৷
তবে ডিমকার জন্য অপেক্ষা করছিল অন্য সারপ্রাইজ৷ যাতে সে আবারও হাঁটা চলা করতে পারে, সে জন্য চটজলদি একটি সিদ্ধান্ত নিয়ে ফেলেন পশু চিকিৎসক ও গবেষকরা৷ যেমন ভাবনা তেমনই কাজ৷ পশু চিকিৎসক এবং রাশিয়ার টমস্ক পলিটেকনিক বিশ্ববিদ্যালয়ের গবেষকরা মিলে ডিমকার শরীরে প্রতিস্থাপন করেন কৃত্রিম পা৷ নতুন পা পেয়ে উচ্ছ্বসিত ডিমকাও৷
কৃত্রিম পা বসানোর আগে প্রথমে এক্স-রে ব্যবহার করে তার পায়ের সিটি স্ক্যান করেন চিকিৎসকরা৷ এই স্ক্যানগুলি থ্রিডি প্রিন্ট টাইটানিয়াম রডগুলিতে ব্যবহার করা হয়৷ এগুলিই এখন ডিমকার নতুন পা৷ এই পায়ের উপর ভর করেই কোমড় দুলিয়ে দিব্যি চলছে তার ক্যাটওয়াক৷ বেশ সুন্দর হাঁটছে-চলছে, নিজের মনে খেলে বেরাচ্ছে ডিমকা৷ গত বছর জুলাই মাসে নতুন পা পেয়েছিল সে৷ ডিমকা বিশ্বের দ্বিতীয় মার্জার, যার শরীরে বসানো হয়েছে কৃত্রিম থ্রিডি প্রিন্টেড টাইটানিয়াম লিম্ব৷
The future is meow pic.twitter.com/kkuNVsEHW0
— Mashable (@mashable) July 11, 2020