রংমিস্ত্রির প্রেমে হাবুডুবু, ক্যালিফোর্নিয়া থেকে এসে বিয়ে যুবতীর

ফেসবুকে কয়েক মাস প্রেমের পরে ক্যালিফোর্নিয়ার বাসিন্দা এক যুবতীকে বিয়ে করলেন বাংলাদেশের বরিশালের এক যুবক। এক বাংলাদেশি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ওই যুবকের নাম মাইকেল অপু মণ্ডল। ২০১৭ সালে ১৯ নভেম্বর ফেসবুকের একটি গ্রুপের মাধ্যমে ক্যালিফোর্নিয়ার বাসিন্দা সারা কিউয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। এর পরে তাঁদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। সেই বন্ধুত্বের সম্পর্কই পরে প্রেমের

রংমিস্ত্রির প্রেমে হাবুডুবু, ক্যালিফোর্নিয়া থেকে এসে বিয়ে যুবতীর

ফেসবুকে কয়েক মাস প্রেমের পরে ক্যালিফোর্নিয়ার বাসিন্দা এক যুবতীকে বিয়ে করলেন বাংলাদেশের বরিশালের এক যুবক।

এক বাংলাদেশি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ওই যুবকের নাম মাইকেল অপু মণ্ডল। ২০১৭ সালে ১৯ নভেম্বর ফেসবুকের একটি গ্রুপের মাধ্যমে ক্যালিফোর্নিয়ার বাসিন্দা সারা কিউয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। এর পরে তাঁদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। সেই বন্ধুত্বের সম্পর্কই পরে প্রেমের সম্পর্কে রূপ নেয়।

বরিশালের ২ নম্বর ওয়ার্ডের কাউনিয়ার খ্রিস্টান কলোনির বাসিন্দা অপু। জানা গিয়েছে, কলেজের গণ্ডি পার করেননি অপু। মাঝে মধ্যে রং মিস্ত্রির কাজ করেন তিনি। সারা একজন সমাজসেবী। একটি বৃদ্ধাশ্রমে কাজ করে সময় কাটান তিনি। অনেক ধরে ফেসবুকে প্রেমের পরে ভিডিও কলের মাধ্যমে উভয়ই পরস্পরের পরিবারের সঙ্গে কথা বলেন। তার পরেই অপুকে বিয়ের সিদ্ধান্ত নেন সারা। কয়েকদিন আগে ক্যালিফোর্নিয়া থেকে বরিশালে আসেন সারা। বাঙালির রীতি মেনেই বিয়ে সম্পন্ন হয় দু’জনের।

এই বিয়ের ছবি ফেসবুক যেতেই তা ভাইরাল হয়ে যায়। অনেকেই বিষয়টি নিয়ে ঠাট্টা মস্করায় মেতেছেন। তবে এসবে কান দিতে চান না সারা-অপু। আগামী দিনে সুখে সংসার করতে চান বলেই জানিয়েছেন নবদম্পতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five − 4 =