বিশ্বের তৃতীয় বৃহত্তম হিরের সন্ধান মিলল

বিশ্বের তৃতীয় বৃহত্তম হিরের সন্ধান মিলল

বৎসোয়ানা: বিশ্বের তৃতীয় বৃহত্তম হিরের সন্ধান মিলল৷ তবে এদেশে নয়, বিদেশে৷ সুদূর দক্ষিণ আফ্রিকার দেশ বৎসোয়ানা ১ হাজার ৯৮ ক্যারেটের একটি হিরে উত্তোলন করা হয়েছে৷ এমনটাই জানিয়েছে সেদেশের খনিজ উত্তোলনকারী প্রতিষ্ঠান দেবসোয়ানা৷ তাদের খনি থেকে পাওয়া হিরেটি বিশ্বের তৃতীয় বৃহত্তম বলেও জানিয়েছে তারা৷

বুধবার একটি বিবৃতি প্রকাশ করে প্রতিষ্ঠানটির তরফে বিশ্বের তৃতীয় বৃহত্তম হিরেটি পাওয়ার তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, পয়লা জুন বড় আকারের এই অমসৃণ হিরের খোঁজ পাওয়া গিয়েছে৷ ইতিমধ্যে সেদেশের প্রেসিডেন্ট মোকগোয়েতসি মাসিসিকে ১,০৯৮ ক্যারেটের হিরেটি দেখানোর জন্য তা রাজধানী গ্যাবোরোনে নিয়ে যাওয়া হয়। প্রতিষ্ঠানটির কার্যনির্বাহী ম্যানেজিং ডিরেক্টর রানিত্তে আর্মস্ট্রং বলেন, বিশ্বে এখনও পর্যন্ত সন্ধান পাওয়া হিরেগুলোর মধ্যে এটি আকারের দিক থেকে তৃতীয় বৃহত্তম বলে জানানো হয়েছে৷ খনিটির ৫০ বছরের হিরে উত্তোলনের ক্ষেত্রে এটি একটি ইতিহাস সৃষ্টি করেছে৷ আমাদের প্রাথমিক পর্যবেক্ষণ অনুযায়ী, এই খনি থেকে উত্তোলন হওয়া হিরেটি বিশ্বের তৃতীয় বৃহত্তম। এই অসাধারণ ও দুর্লভ হিরেটি কোথায় বিক্রি করা হবে, সে ব্যাপারে এখনও পর্যন্ত কোনও সিন্ধান্ত নেওয়া হয়নি৷ এটির আনুমানিক দাম কত হতে পারে, তা এখনও প্রকাশ করা হয়নি৷

উল্লেখযোগ্য বিষয় হল, ১৯০৫ সালে দক্ষিণ আফ্রিকার একটি খনি থেকে বিশ্বের সবচেয়ে বড় হিরের সন্ধান মিলেছিল৷ ১০০ বছরের বেশি সময় আগে পাওয়া সেই হিরের নাম দেওয়া হয়েছিল ‘কুল্লিনান’৷ যার ওজন ছিল ৩ হাজার ১০৬ ক্যারেট। এমনকি ২০১৫ সালে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম হিরেটিও পাওয়া গিয়েছিল বৎসোয়ানায়৷ বৎসোয়ানার উত্তর–পূর্বাঞ্চলের কারোয় খনি থেকে ১ হাজার ১০৯ ক্যারেটের একটি হিরের খোঁজ পাওয়া গিয়েছিল। টেনিস বলের সমান হিরেটির নাম দেওয়া হয়েছিল লেসেদি লা রোনা। আফ্রিকার দেশগুলোর মধ্যে বৎসোয়ানার খনিগুলি থেকেই সবচেয়ে বেশি হিরে উত্তলিত হয়। 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − 16 =