৯ মিনিটে ৬টি সন্তানের জন্ম দিয়ে বিশ্ব রেকর্ড মহিলার

ওয়াশিংটন: মাত্র ৯ মিনিটে ৬টি সন্তানের জন্ম দিয়ে অসম্ভবকে সম্ভব করে দেখালেন আমেরিকার হিউস্টনের এক মহিলা। ছ’টির মধ্যে ৪ পুত্র ও ২ কন্যাসন্তানের জন্ম দিয়েছেন মার্কিন মহিলা৷ হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, মা ও ছ’শিশু সকলেই সুস্থ রয়েছেন৷ PICK SIX: Mother gives birth to sextuplets in Houston https://t.co/ucsJd2c3Mz pic.twitter.com/Ho1KTLMU1b — KHOU 11 News Houston (@KHOU) March

৯ মিনিটে ৬টি সন্তানের জন্ম দিয়ে বিশ্ব রেকর্ড মহিলার

ওয়াশিংটন: মাত্র ৯ মিনিটে ৬টি সন্তানের জন্ম দিয়ে অসম্ভবকে সম্ভব করে দেখালেন আমেরিকার হিউস্টনের এক মহিলা। ছ’টির মধ্যে ৪ পুত্র ও ২ কন্যাসন্তানের জন্ম দিয়েছেন মার্কিন মহিলা৷ হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, মা ও ছ’শিশু সকলেই সুস্থ রয়েছেন৷

৯ মিনিটে ৬টি সন্তানের জন্ম দিয়ে বিশ্ব রেকর্ড মহিলারসংবাদ মাধ্যম সূত্রে খবর, শুক্রবার স্থানীয় সময় ৪.৫০ থেকে ৪.৫৯-এর মধ্যে ৬ সন্তানের জন্ম দেন মার্কিন মহিলা থেলমা শিয়াকা৷ পৃথিবীতে সাড়ে ৪৭০ কোটির মধ্যে থেলমা শিয়াকা এমন একজন মহিলা, তিনি এই অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছেন৷ গড়েছেন বিশ্ব রেকর্ড৷ ইতিমধ্যেই ছয় সন্তানের নামকরণ শুরু করে দিয়েছেন মা থেলমা৷ দুই শিশুকন্যার নাম জিনা ও জুরিয়েল রেখেন তিনি৷ ছেলেদের নাম রাখার দায়িত্ব বাবার ঘাড়াই চাপিয়ে দিয়েছেন থেলমা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − seven =