বিমান উড়িয়ে বিশ্ব রেকর্ড মা-মেয়ের জুটি, তোলপাড় সোশ্যাল মিডিয়া

ওয়াশিংট: নজিরবিহীন কাণ্ড ঘটল মার্কিন আকাশে৷ গোটা বিশ্বকে চমকে মার্কিন আকাশে ঝড়ের বেগে বিমান ওড়ালেন মা-মেয়ের জুটি৷ সম্প্রতি, ডেল্টা এয়ারলাইনস বিমানের সহ-পাইলট হিসেবে বিমান ওড়াল মা মেয়ের জুটি৷ শোস্যাল মিডিয়ায় এই খবর ছড়িয়ে পড়তেই ভাইরাল মা-মেয়ের ছবি৷ বিমানের চালকের কেবিনে চালিকের ভূমিকা মা ও মেয়ের ছবি নেটিজেনদের প্রশংসা কুড়িয়েছে৷ এই দুই সহ-পাইলটের খবর প্রথম টুইট

বিমান উড়িয়ে বিশ্ব রেকর্ড মা-মেয়ের জুটি, তোলপাড় সোশ্যাল মিডিয়া

ওয়াশিংট: নজিরবিহীন কাণ্ড ঘটল মার্কিন আকাশে৷ গোটা বিশ্বকে চমকে মার্কিন আকাশে ঝড়ের বেগে বিমান ওড়ালেন মা-মেয়ের জুটি৷ সম্প্রতি, ডেল্টা এয়ারলাইনস বিমানের সহ-পাইলট হিসেবে বিমান ওড়াল মা মেয়ের জুটি৷ শোস্যাল মিডিয়ায় এই খবর ছড়িয়ে পড়তেই ভাইরাল মা-মেয়ের ছবি৷

বিমানের চালকের কেবিনে চালিকের ভূমিকা মা ও মেয়ের ছবি নেটিজেনদের প্রশংসা কুড়িয়েছে৷ এই দুই সহ-পাইলটের খবর প্রথম টুইট করেন মার্কিন বিমান সংস্থার এক আধিকারিক৷ পোস্টের ক্যাপশনে লিখেছিলেন, ‘অসাধারণ এক অভিজ্ঞতা৷ বিমান চালাচ্ছে মা ও মেয়ে৷’

জানা গিয়েছে, গত সপ্তাহে ক্যালিফোর্নিয়ার লস এঞ্জেলেস থেকে জর্জিয়ার আটলান্টা পর্যন্ত এই বিমানটি চালিয়েছেন এই মা মেয়ে জুটি। ডেল্টা এয়ারলাইন্স কর্তৃপক্ষ টুইট করেছেন, ‘০ফ্যামিলি ফ্লাইট ক্রু গোলস’৷ স্বাভাবিকভাবেই এই টুইটটি প্রায় ৪১,০০০ মানুষ লাইক করেছেন৷ ১৬,০০০ এরও বেশিবার রিটুইট হয়৷ সহ পাইলট মা মেয়ের প্রশংসায় সকলেই পঞ্চমুখ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight − 6 =