দ্বিগুণ গতিতে প্রলয়ের দিকে ধেয়ে চলেছে পৃথিবী! কীভাবে জানেন?

ওয়াশিংটন: ঠান্ডা যুদ্ধের আবহে আমেরিকার গোপন স্যাটেলাইটে তোলা ছবির সঙ্গে বর্তমান পরিস্থিতির তুলোনা দেখে চক্ষু চড়ক গাছ বিজ্ঞানীদের৷ ঠান্ডা যুদ্ধের আবহে তোলা ছবির সঙ্গে হালে আধুনিক স্টিরিয়ো স্যাটেলাইটে তোলা ছবির মিল তো নেই৷ বরং আছে প্রলয়ের ইঙ্গিত৷ ঠান্ডা যুদ্ধের আমলের বেশ কিছু ছবি ও সেই স্পাই স্যাটেলাইটে তোলা পুরনো ছবিগুলি একসঙ্গে মিলিয়ে দেখছিলেন বিজ্ঞানীরা৷ তখনই

দ্বিগুণ গতিতে প্রলয়ের দিকে ধেয়ে চলেছে পৃথিবী! কীভাবে জানেন?

ওয়াশিংটন: ঠান্ডা যুদ্ধের আবহে আমেরিকার গোপন স্যাটেলাইটে তোলা ছবির সঙ্গে বর্তমান পরিস্থিতির তুলোনা দেখে চক্ষু চড়ক গাছ বিজ্ঞানীদের৷ ঠান্ডা যুদ্ধের আবহে তোলা ছবির সঙ্গে হালে আধুনিক স্টিরিয়ো স্যাটেলাইটে তোলা ছবির মিল তো নেই৷ বরং আছে প্রলয়ের ইঙ্গিত৷

ঠান্ডা যুদ্ধের আমলের বেশ কিছু ছবি ও সেই স্পাই স্যাটেলাইটে তোলা পুরনো ছবিগুলি একসঙ্গে মিলিয়ে দেখছিলেন বিজ্ঞানীরা৷ তখনই চোখে পড়ে পার্থক্য৷ দেখা যায়, হিমালয় অঞ্চলের বরফ সেই সময়ের থেকে অন্তত দ্বিগুণ গতিতে গলছে৷ মাউন্ট এভারেস্ট থেকে কাঞ্চনজঙ্ঘা, বরফ গলনের হারে সেই দ্রুততার ছাপ সর্বত্র স্পষ্ট৷

বিশ্ব উষ্ণায়নের কারণে ২০০০ সালের পর থেকে সারা বিশ্বেই তাপমাত্রা বেড়েছে উল্লেখযোগ্য হারে৷ সেই কারণেই গলতে শুরু করেছে মেরু অঞ্চলসহ আরও নানা অঞ্চলের বরফ। বাড়ছে সমুদ্রের জলস্তরও৷ বরফ আস্তরণ গলে গিয়েছে গ্রিনল্যান্ডের৷ আর সেই বরফ গলা জলের উপর দিয়েই স্লেজগাড়ি টানছে একদল কুকুর৷ সম্প্রতি ভাইরাল হয়েছে এই ছবিও৷ অবিলম্বে পদক্ষেপ না নিলে যে পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে পারে৷ বিজ্ঞানীরা ঘোষণা করেছেন সে সতর্কবাণীও৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *