নিউ ইয়র্ক: নীল হবে গাঢ় নীল৷ সবুজ হবে আরও সবুজ। এই শতাব্দীর শেষে এভাবেই বদলে যাবে পৃথিবীর রং। সেই পরিবর্তন হয়ত সাধারণের চোখে ধরা দেবে না৷ তবে শতাব্দী শেষে মহাকাশ থেকে এই ধরাধামের ছবি তুললে, চির পরিচিত পৃথিবীর রং বদল চমকে দেবে বইকি। এমনটাই জানাচ্ছেন ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) গবেষকরা৷
বিশ্ব উষ্ণায়ন এবং তার ফলে সমুদ্রে থাকা ফাইটোপ্ল্যাংটনের বাসস্থান বদলকেই এরজন্য দায়ী করেছেন তাঁরা। পৃথিবীর রং নীল-সবুজ হওয়ার পিছনে থাকবে ফাইটোপ্ল্যাংটনের কারসাজি। বিশ্ব উষ্ণায়নের কারণে এদের বাসস্থানের বদল আসবে। তার হাত ধরে বদলাবে পৃথিবীর রং। এমআইটির গবেষক দলের প্রধান স্টিফেন ডাটকিউইচ জানিয়েছেন, ‘একবিংশ শতকের শেষে সমুদ্রের রংয়ের অন্তত পঞ্চাশ শতাংশে বদল আসবে।’
গবেষকরা বলছেন, বিভিন্ন প্রজাতির ফাইটোপ্ল্যাংটন সূর্যের আলো ভিন্ন ভিন্নভাবে শোষণ করে। গবেষকরা জানিয়েছেন, গ্রীষ্ম মণ্ডলীয় অঞ্চলে ফাইটোপ্ল্যাংটন কমে যাওয়ার কারণে গাঢ় রং ধারণ করবে। আর মেরু অঞ্চলগুলি এখন যার রং সবুজ দেখায়, সেগুলি আরও গাঢ় সবুজ হয়ে যাবে। কারণ সেখানকার তাপমাত্রা বাড়ার ফলে বিভিন্ন ধরনের ফাইটোপ্লাংটনের সমাবেশ ঘটবে। নেচার কমিউনিকেশন পত্রিকায় এই গবেষণার খবর প্রকাশিত হয়েছে। তাতে দাবি করা হয়েছে, এখন থেকেই রং পরিবর্তন হতে শুরু করেছে।