সোশ্যাল মিডিয়ার দৌলতে ৪৬ বছর পর আংটি ফিরে পেলেন মহিলা

সোশ্যাল মিডিয়ার দৌলতে ৪৬ বছর পর আংটি ফিরে পেলেন মহিলা

মিশিগান: সোশ্যাল মিডিয়ার সৌজন্যে ৪৬ বছর পর হারানো আংটি ফিরে পেলেল এক মহিলা৷ স্কুলে পড়াকালীন শ্রেণিকক্ষে আংটিটি হারিয়ে ফেলেছিলেন ম্যারি গাজাল-বেয়ার্ডসলি নামে এক মহিলা। এত বছর পর সেই হারানো আংটি ফিরে পেয়ে ভীষণ উচ্ছ্বসিত মার্কিন মহিলা।

বুধবার মার্কিন সংবাদমাধ্যম ইউপিআইয়ের প্রতিবেদনে প্রকাশিত খবর অনুযায়ী, ঘটনাটি ১৯৭৫ সালের। তখন মিশিগান অঙ্গরাজ্যের ফ্লিন্টে পাওয়ারস ক্যাথলিক হাই স্কুলে পড়ার সময় শ্রেণিকক্ষে হারিয়ে যায় ম্যারির একটি আংটি। এত দিন তিনি হারানো আংটির কথা একদম ভুলেই গিয়েছিলেন৷ ফলে তা ফেরত পাওয়ার প্রশ্নই ওঠে না। সম্প্রতি আংটির আসল মালিককে খুঁজতে সেটির ছবি ক্রিস নর্ড নামে একজন তাঁর ফেসবুক পেজে একটি পোস্ট কেরন। অনেকেই সেটি শেয়ার করেন এবং কেউ একজন ম্যারির স্কুলের পেজেও পোস্টটি শেয়ার করেন। সেটা দেখেই একজন এটিকে ম্যারির হারিয়ে যাওয়া আংটি বলে চিনতে পারেন৷ পরে তাঁর কাছ থেকে তথ্য নিয়ে ম্যারির সঙ্গে যোগাযোগ করেন ক্রিস। সোশ্যাল মিডিয়ায় ক্রিসের দেওয়া ছবি দেখেই ম্যারির হারানো আংটির কথা মনে পড়েছে। 

ম্যারি বলেন, ‘শুরুতে ক্রিসের কথা ভুল মনে হলেও, এত বছর পরে হারানো আংটির কথা শুনে খুবই বিস্মিত হয়ে গেছি।’ তিনি আরও বলেন, ‘আমি ক্রিসের প্রোফাইলে গিয়ে সেখানে আমার হারানো আংটির ছবি দেখেছি। ক্যাপশনে লেখা ছিল, দয়া করে এই ছবিটি ছড়িয়ে দিন।’ আংটি খুঁজে পাওয়া নিয়ে ক্রিস জানান, সেটি আসলে তাঁর ভাই খুঁজে পেয়েছিলেন। তাও আবার দু’ দশক আগে। আবর্জনার মধ্যে আংটিটা কাঠের তৈরি একটি ছোট বাক্সের ভিতর পড়েছিল৷ ক্রিস জানান, এরপর ২০ বছর তাঁদের কাছেই ছিল ম্যারির হারিয়ে যাওয়া এই আংটি। সম্প্রতি তাঁর মনে হয়, কুড়িয়ে পাওয়া আংটিটি প্রকৃত মালিকের কাছে ফেরত দেওয়া উচিত। সেইমতো সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করতেই মিলে যায় মালিকের খোঁজ৷ তবে ২০ বছর আগে আরও ২৬ বছর এই আংটি কোথায় ছিল, সে প্রশ্নের কোনও উত্তর নেই ক্রিস কিংবা ম্যারির কাছেই। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine + eight =