অসমে রাষ্ট্রহীন ১৯ লক্ষ বাসিন্দাকে চূড়ান্ত উদ্বিগ্ন রাষ্ট্রসংঘ

ওয়াশিংটন: অসমে চূড়ান্ত এনআরসির থেকে ১৯ লক্ষ নাগরিকের নাম বাদ পড়েছে৷ কার্যত রাষ্ট্রহীন ১৯ লক্ষ৷ রাষ্ট্রহীন অসমবাসীকে নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে রাষ্ট্রসংঘ ও রাষ্ট্রসংঘের শরণার্থী সংস্থা৷ রাষ্ট্রসঙ্ঘের শরণার্থী হাইকমিশনার ফিলিপ্পব গ্রেন্ডি সাংবাদিক বৈঠকে সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে হওয়া অসমের প্রকাশিত চূড়ান্ত এনআরসি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন৷ তিনি সামগ্রিক বিষয়টি নিয়ে ভারত সরকারের সঙ্গে আলোচনার

অসমে রাষ্ট্রহীন ১৯ লক্ষ বাসিন্দাকে চূড়ান্ত উদ্বিগ্ন রাষ্ট্রসংঘ

ওয়াশিংটন: অসমে চূড়ান্ত এনআরসির থেকে ১৯ লক্ষ নাগরিকের নাম বাদ পড়েছে৷ কার্যত রাষ্ট্রহীন ১৯ লক্ষ৷ রাষ্ট্রহীন অসমবাসীকে নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে রাষ্ট্রসংঘ ও রাষ্ট্রসংঘের শরণার্থী সংস্থা৷

রাষ্ট্রসঙ্ঘের শরণার্থী হাইকমিশনার ফিলিপ্পব গ্রেন্ডি সাংবাদিক বৈঠকে সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে হওয়া অসমের প্রকাশিত চূড়ান্ত এনআরসি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন৷ তিনি সামগ্রিক বিষয়টি নিয়ে ভারত সরকারের সঙ্গে আলোচনার প্রয়োজন রয়েছে বলেও মত প্রকাশ করেন৷ জানান, চূড়ান্ত এনআরসি থেকে ১৯ লক্ষ লোকের নাম বাদ পড়েছে৷ ফলে, তাঁদের জন্য ভারত সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে৷

তিনি আরও জানান, এই প্রতিক্রিয়া পরিণামে কী পরিস্থিতি সৃষ্টি হবে, সেদিকে সতর্ক দৃষ্টি রাখছে রাষ্ট্রসংঘ৷ এই প্রক্রিয়া শেষে সারাবিশ্বে রাষ্ট্রহীন নাগরিকের সংখ্যা আরও বৃদ্ধি পাবে কি না সেটা সেটা নিয়ে গভীর আশঙ্কা প্রকাশ করেছে রাষ্ট্রসংঘ৷

গোটা বিশ্বে রাষ্ট্রহীন নাগরিকের সংখ্যা কমানোর জন্য বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে রাষ্ট্রসংঘের শরণার্থী সংস্থা৷ এই ব্যাপারে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ১০ বছরের জন্য বিশেষ কর্মসূচি নেওয়া হয়েছে৷ গোটাবিশ্বে ১০ কোটি গৃহহীন নাগরিকের সহায়তার জন্য বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে রাষ্ট্রসংঘ৷ কেনিয়া, থাইল্যান্ডের একাংশকে নাগরিকত্ব প্রদানের ব্যাপারে সাফল্য পেয়েছে রাষ্ট্রসংঘ৷

এদিকে অসমে রাষ্ট্রীয় নাগরিকপঞ্জি সম্পর্কে ফিলিপ্পব গ্রেন্ডি জানিয়েছেন, এক দীর্ঘ প্রতীক্ষার পর প্রক্রিয়ার পর গত ৩১ আগস্ট চূড়ান্ত নাগরিকপঞ্জি প্রকাশ পেয়েছে৷ কিন্তু চূড়ান্ত নাগরিকপঞ্জি থেকে বাদ পড়েছে প্রায় ১৯ লক্ষ মানুষ৷ আর এর জেরে চূড়ান্ত সমস্যা সৃষ্টি হতে পারে বলে আমরা আশঙ্কা করছি৷ লক্ষণীয়, অসমে চূড়ান্ত এনআরসি প্রকাশের পর গোটা দেশে সঙ্গে আন্তর্জাতিক স্তরে এবিষয়ে চর্চা শুরু হয়েছে৷ এরই মধ্যে এনআরসি নিয়ে রাষ্ট্রসংঘের উদ্বেগ প্রকাশের ঘটনা বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × one =