মহিলা কর্মীদের প্রেমের জন্য ৮ দিনের ছুটি ঘোষণা দুই সংস্থার

বেজিং: নববর্ষের প্রাক্কালে সেজে উঠেছে চিন৷ ড্রাগনের দেশ এখন উৎসব মুখর৷ তবে, প্রেম নেই বলে অনেকের মন খারাপ৷ আর এই মন খারাপের কথা ভেবে অভিনব এক কাজ করে ফেলেছে চিনের দু’টি সংস্থা৷ নববর্ষের সময় ৩০ বছরের বেশি বয়সী এমন সিঙ্গল মহিলাদের প্রেম করার জন্য ছুটি দিচ্ছে তারা৷ চিন দেশে মেয়েদের তাড়াতাড়ি বিয়ে দেওয়াটাই রেওয়াজ৷ কারও

মহিলা কর্মীদের প্রেমের জন্য ৮ দিনের ছুটি ঘোষণা দুই সংস্থার

বেজিং: নববর্ষের প্রাক্কালে সেজে উঠেছে চিন৷ ড্রাগনের দেশ এখন উৎসব মুখর৷ তবে, প্রেম নেই বলে অনেকের মন খারাপ৷ আর এই মন খারাপের কথা ভেবে অভিনব এক কাজ করে ফেলেছে চিনের দু’টি সংস্থা৷ নববর্ষের সময় ৩০ বছরের বেশি বয়সী এমন সিঙ্গল মহিলাদের প্রেম করার জন্য ছুটি দিচ্ছে তারা৷

চিন দেশে মেয়েদের তাড়াতাড়ি বিয়ে দেওয়াটাই রেওয়াজ৷ কারও বয়স যদি ৩০ পেরিয়ে যায় এবং তিনি তখনও অবিবাহিতা থাকেন তবে সমাজ তাঁকে প্রায় বাতিলের খাতাতেই ঠেলে দেয়৷ তবে এখন পরিস্থিতি বদল হচ্ছে৷ চিনের মেয়েরা কেরিয়ার সচেতন হয়ে উঠেছেন৷ পায়ের তলার মাটি শক্ত করে তবেই সংসারে জীবনে পা দিতে চান তাঁরা৷ আর তার জেরে আকছারই সমাজের ঠিক করা বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে৷ আবার কেরিয়ারে জোর দেওয়ার ফলে পছন্দসই মানুষ খুঁজতেও বেকায়দায় পড়তে হচ্ছে মহিলাদের৷ তার জেরে গ্রাস করছে একাকিত্ব৷ চলে আসছে অবসাদও৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × four =