চিন : অমাবস্যার আর আসবে না৷ গোটা বছর ভর চলবে পূর্ণিমা৷ চিন দাবি করছে, তারা আকাশে পাঠাবে চাঁদ৷ চাঁদের সৌন্দর্য্য অমাবস্যার মধ্যেও তারা ধরে রাখবে৷
২০২০ সালের মধ্যে চিন আকাশে পাঠাবে কৃত্রিম চন্দ্র। চিনের একই আকাশে থাকবে জোড়া চাঁদ৷ সেই চাঁদ পথঘাট আলোকিত করে বাখবে৷ চাঁদের আলো এতই বেশি জোরালো হবে যে রাস্তায় বাতিস্তম্ভের আলোর প্রয়োজন হবে না বলেও দাবি করা হয়েছে৷ বিদ্যুৎ খরচ ১৭ কোটি ডলার কমে বলে দাবি করা হয়েছে৷ ২০২০ সালে হবে পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হবে৷ তার কাজও শুরু হয়েছে৷ যদি সেই উৎক্ষেণ সফল হয় তবে এমন আরও তিনটি চাঁদ আকাশে পাঠাবে চিন৷