মাটিতে মিশে গেল ট্রাম্পের একমাত্র সম্পদ! ভেঙে ফেলা হল ‘আটলান্টিক সিটি বোর্ডওয়াক’

মাটিতে মিশে গেল ট্রাম্পের একমাত্র সম্পদ! ভেঙে ফেলা হল ‘আটলান্টিক সিটি বোর্ডওয়াক’

নিউইয়র্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আটলান্টিক শহরে অবস্থিত একমাত্র ক্যাসিনো ‘আটলান্টিক সিটি বোর্ডওয়াক’ কে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হল। আমেরিকার সব সুপারস্টারদের পার্টি-মোচ্ছবের একমাত্র ঠিকানা এই ক্যাসিনোকে বুধবার রাত ৯ টা নাগাদ লাগাতার কয়েকটি বিস্ফোরণের মাধ্যমে ২০ সেকেন্ডের মধ্যে ভেঙে ফেলল মার্কিন প্রশাসন। 

এই ঘটনা প্রসঙ্গে আটলান্টিক শহরের মেয়র মার্টি স্মল বলেন, “অত্যন্ত আকর্ষক ছিল এই ভেঙে ফেলা। এটি আমেরিকার মাটিতে একটি ঐতিহাসিক ঘটনা”। পাশাপাশি তিনি ওই ক্লাবের ধ্বংসস্তূপকে আগামী ১০ ই জুনের মধ্যে পরিষ্কার করে ফেলার প্রতিশ্রুতি দিয়েছেন আটলান্টিক শহরবাসীকে। তিনি এও বলেন, এই ধ্বংসস্তূপের কিছু জিনিস পরিবেশের উন্নয়নের কাজে ব্যবহার করা হতে পারে এবং এই ক্যাসিনো ক্লাবের রাস্তা সহ বেশ কিছু অংশ পরবর্তীকালে ব্যবহার করা হবে।

‘আটলান্টিক সিটি বোর্ডওয়াক’ ক্যাসিনো ক্লাবের একসময়ের ইভেন্ট ম্যানেজার বার্নি ডিলন এই ঘটনা প্রসঙ্গে বলেছেন, “আটলান্টিক সিটি বোর্ডওয়াক গোটা আটলান্টিক শহরকে পৃথিবীর মানচিত্রে স্থান দিতে সমর্থ হয়েছিল। এই ক্লাবে হাল্ক হোগান, মিক জেগার এবং কিথ রিচার্ডস থেকে শুরু করে অনেক নামি দামি সুপারস্টার এসে সময় কাটিয়ে গেছেন’। সূত্রের খবর, প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ক্লাবের একসময়ের মালিক থাকলেও ২০১৬ সাল থেকে এটি হস্তগত হয় অন্য মালিকানার হাতে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty + 5 =