ভারত-পাক সম্পর্কে নিজেদের অবস্থান জানাল ট্রাম্প প্রশাসন

আমেরিকা: কাশ্মীর নিয়ে মধ্যস্থতা করার সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ আমেরিকায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত হর্ষবর্ধন স্রিংলা জানিয়েছেন, মার্কিন প্রশাসন ভারত-পাক দ্বিপাক্ষিক সম্পর্কে নাক গলাবে না৷ পাক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে বৈঠকে ট্রাম্পকে জানিয়েছিলেন, নরেন্দ্র মোদি চেয়েছিলেন তিনি কাশ্মীর নিয়ে মধ্যস্থতা করুন৷ ট্রাম্পের এই মন্তব্যের পর দেশজুড়ে তীব্র বিতর্ক তৈরি হয়৷ এর পর

ভারত-পাক সম্পর্কে নিজেদের অবস্থান জানাল ট্রাম্প প্রশাসন

আমেরিকা: কাশ্মীর নিয়ে মধ্যস্থতা করার সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷  আমেরিকায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত হর্ষবর্ধন স্রিংলা জানিয়েছেন, মার্কিন প্রশাসন ভারত-পাক দ্বিপাক্ষিক সম্পর্কে নাক গলাবে না৷

পাক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে বৈঠকে ট্রাম্পকে জানিয়েছিলেন, নরেন্দ্র মোদি চেয়েছিলেন তিনি কাশ্মীর নিয়ে মধ্যস্থতা করুন৷ ট্রাম্পের এই মন্তব্যের পর দেশজুড়ে তীব্র বিতর্ক তৈরি হয়৷ এর পর ট্রাম্প ফের জানান,  দ্বিপাক্ষিকভাবে সমস্যা মেটানোর যদি তাঁর সাহায্যের প্রয়োজন হয় তবে তিনি তাতে রাজি৷ এবার সেই মার্কিন প্রশাসন জানিয়ে দিয়েছে, তারা ভারত-পাক সম্পর্ক নিয়ে কোনও মন্তব্য করবে না৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × three =