জোহনেসবার্গ: করোনা নামক অতিমারির ততীয় ঢেউ আছড়ে পড়ল৷ না এদেশে, সুদূর দক্ষিণ আফ্রিকায়৷ ভারতে তো এখনও দ্বিতীয় ঢেউ অব্যাহত৷ যদিও বিশ্বজুড়েই তৃতীয় ইনিংস শুরু কথা আগেই বলে রেখেছেন গবেষকরা৷ চিকিৎসা বিজ্ঞানীদের আশঙ্কাকে সত্যি করে দক্ষিণ আফ্রিকায় ইতিমধ্যে আছড়ে পড়ল মারণ ভাইরাস কোভিড ১৯-এর তৃতীয় ডেউ৷
বৃহস্পতিবার সেদেশের স্বাস্থ্য মন্ত্রকের তরফে বিবৃতি দিয়ে সেকথা স্বীকারও করে নেওয়া হয়েছে। সেই সঙ্গে সরকারিভাবে জানানো হয়েছে, আগের বারের তুলনায় সংক্রমণ বৃদ্ধি পেয়েছে প্রায় ৩০ শতাংশ। এই খবরে স্বভাবতই বিশ্ববাসীর চিন্তা আর বেড়েছে করোনার তৃতীয় ঢেউ নিয়ে। চিকিৎসা বিজ্ঞানী এবং গবেষকরা আগেই এই এই প্রসঙ্গে সাবধান বাণী দিয়ে রেখেছিলেন। যেকোনও সময় আরও ভষঙ্কর রূপ নিয়ে করোনার তৃতীয় বারের জন্য আছড়ে পড়তে পারে বিশ্বের মাটিতে৷ এমনকি তৃতী ইনিংসে কোভিড ১৯ আরও দ্রুত বেগে সংক্রমণ ছড়াবে বলেও আশঙ্কা প্রকাশ করেছিলেন তাঁরা৷ আর এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে শিশুরা। বৃহস্পতিবারই সেই আশঙ্কা সত্যি করে দক্ষিণ আফ্রিকার ন্যাশনাল ইনস্টিটিউট ফর কমিউনিকেবল ডিজিজ বা এনআইসিডির তরফে টুইটে স্বীকার করে নেওয়া হয়, দক্ষিণ আফ্রিকায় ইতিমধ্যেই করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়েছে৷
টুইটে তারা লেখে, ‘এবার করোনার তৃতীয় ঢেউ দক্ষিণ আফ্রিকায় আছড়ে পড়েছে বলা যেতেই পারে৷ কারণ ইতিমধ্যে মিনিস্টেরিয়াল অ্যাডভাইজরি কমিটি জানিয়েছে, দেশে সাতদিনের গড় সংক্রমণের (৫৯৫৯ জন) মাত্রা আগের বারের চেয়ে অনেকটাই বৃদ্ধি পেয়েছে৷ এটা করোনার তৃতীয় ঢেউয়ের কারণেই হয়েছে। দু’বারের তুলনায় ৩০ শতাংশ বেশি বেড়ে গিয়েছে সংক্রমণের মাত্রা।’