খরার প্রকোপে দেখা দিতেই জেগে উঠল মন্দির, তারপর…

থাইল্যান্ড: প্রায় ২০ বছর আগে ডুবে যাওয়া মন্দির গভীর জলাশয় ফুঁড়ে জেগে উঠল৷ মধ্য থাইল্যান্ডে ওয়াট নোং বুয়া ইয়াই মন্দির জেগে উঠতেই হাজার হাজার ভক্তের ভিড় জমছে৷ কিন্তু, হঠাৎ কীভাবে জেগে উঠল ওই মন্দিরটি? জানা গিয়েছে, ২০ বছর ধরে এক জলাশয়ে ডুবে থাকার পর এখন খরার প্রকোপে ওই মন্দিরের দেখা মিলেছে৷ ২০ বছর আগে বাঁধ

f3e5b508db5778a9e2732eb725765b84

খরার প্রকোপে দেখা দিতেই জেগে উঠল মন্দির, তারপর…

থাইল্যান্ড: প্রায় ২০ বছর আগে ডুবে যাওয়া মন্দির গভীর জলাশয় ফুঁড়ে জেগে উঠল৷ মধ্য থাইল্যান্ডে ওয়াট নোং বুয়া ইয়াই মন্দির জেগে উঠতেই হাজার হাজার ভক্তের ভিড় জমছে৷ কিন্তু, হঠাৎ কীভাবে জেগে উঠল ওই মন্দিরটি?

জানা গিয়েছে, ২০ বছর ধরে এক জলাশয়ে ডুবে থাকার পর এখন খরার প্রকোপে ওই মন্দিরের দেখা মিলেছে৷ ২০ বছর আগে বাঁধ নির্মাণের সময় মন্দিরটি জলাশয়ের নীচে চলে যায়৷ এ বছর খরায় ওই জলাশয়ে যতটা জল থাকার কথা তার থেকে ৩ শতাংশ জল কমে গিয়েছে৷ খরায় মন্দির দর্শনের সৌভাগ্য হলেও কৃষির ক্ষতি নিয়ে এলাকাবাসী বেশ চিন্তিত৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *