৭ বছর বয়সে ব্যাংক খুলে বিশ্ব অর্থনীতির চোখের মণি এই কিশোর

শাম্মী হুদা: আপনাকে বড় বলে বড় সেই নয়, লোকে যাকে বড় বলে বড় সেই হয়। বয়স বাড়লেই কেউ বড় হয়ে যাবে আর একরত্তি মানেই তাকে আর পাত্তা দেওয়ার দরকার কি, এই ভাবনার বদলের সময় এসে গিয়েছে। মাত্র ১৩ বছর বয়সে সফলভাবে ব্যাংক চালিয়ে বিশ্বের তাবড় অর্থনীতিবিদদের নজর কেড়ে নিয়েছে পেরুর বিষ্ময় কিশোর জোসে অ্যাডলফ কুইসোকালা

৭ বছর বয়সে ব্যাংক খুলে বিশ্ব অর্থনীতির চোখের মণি এই কিশোর

শাম্মী হুদা: আপনাকে বড় বলে বড় সেই নয়, লোকে যাকে বড় বলে বড় সেই হয়। বয়স বাড়লেই কেউ বড় হয়ে যাবে আর একরত্তি মানেই তাকে আর পাত্তা দেওয়ার দরকার কি, এই ভাবনার বদলের সময় এসে গিয়েছে। মাত্র ১৩ বছর বয়সে সফলভাবে ব্যাংক চালিয়ে বিশ্বের তাবড় অর্থনীতিবিদদের নজর কেড়ে নিয়েছে পেরুর বিষ্ময় কিশোর জোসে অ্যাডলফ কুইসোকালা কনদোরি। সাত বছর বয়সেই স্কুলের শিক্ষকদের সাহচর্যে বার্টসেলনা স্টুডেন্ট ব্যাংক খুলে ফেলে জোসে।প্রথম যখন ব্যাংক খোলার ইচ্ছে প্রকাশ করেছিল তখন অনেকেই শিশু মনের খেয়াল বলে বিষয়টি উড়িয়ে দেন। পরে অবশ্য সবাইকে চমকে দিয়ে নজর কেড়েছে জোসে।

২০১২ সালে মাত্র সাত বছর বয়সে ব্যাংক চালু করে এই খুদে। একটাই লক্ষ্য, শৈশব থেকেই সঞ্চয়ী হওয়া। তাহলে শুধু সেভিংসের অভ্যাসই তৈরি হবে তাই নয়, সেই সঙ্গে নিজের পছ্ন্দমতো খরচেরও সুযোগ থাকবে। পাশাপাশি, একগাদা ভিডিও গেম, খেলনা বাজে খাবারদাবার কিনে বাচ্চারা যে পয়সা নষ্ট করে তা রোখাও যাবে। জোসের এই ভাবনা চিন্তা নিঃসন্দেহে প্রশংসনীয়। তার ব্যাংকের যাবতীয় গ্রাহকরাই খুদে। টাকা তোলা জমা থেকে শুরু করে, ব্যাংকের কাজকর্ম করা, হিসেব নিকেশ করা শিশুদের শেখা উচিত, এমনটাই মনে করে সে। তাই বার্টসেলনা স্টুডেন্ট ব্যাংকের গ্রাহকদের বেশিরভাগই তার সহপাঠী ও স্কুলেরই পড়ুয়ারা। তবে এই খুদে কর্মকর্তার ব্যাংকে বড়রাও আসেন। ব্যাংকিংয়ে পোড় খাওয়া লোকজনকেই গুরুত্বপূর্ণ পদের দায়িত্বে রেখেছে জোসে। আলোচ্য বিষয় হল, বাচ্চাদের কাছে টাকা পয়সা থাকলেও তা ব্যাংকে জমা করার পরিমাণে থাকে কী? এখানেই একটা মজার বিষয় রয়েছে, এই খুদেদের ব্যাংক টাকা জমা করার পাশাপাশি জনকল্যাণ কর কাজও করে থাকে।



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

৭ বছর বয়সে ব্যাংক খুলে বিশ্ব অর্থনীতির চোখের মণি এই কিশোরজোসের মূল লক্ষ্য পেরুর আর্থ সামাজিক উন্নয়ন। সমাজের উন্নতি করতে গেলে সামাজিক স্বাস্থ্যের কথা তো ভাবতেই হয়। তাই দূষণ নিয়ন্ত্রণ অত্যন্ত জরুরি, আমরা জানি প্লাস্টিক আজকের দিনে বড় একটি সমস্যা। তাই গ্রাহকদের প্রত্যেককে এমন নির্দেশ দেওয়া আছে প্রতিদিন বাড়ি ও আশপাশ থেকে প্লাস্টিক বর্জ্য সংগ্রহ করে ব্যাংকে নিয়ে আসতে হবে। মাথা পিছু পাঁচ কিলো বর্জ্য প্রতিদিন চাই-ই। এই বর্জ্য ব্যাংকের থেকে কিনে নেবে বিভিন্ন কারখানা ও পেপার মিল। তারা আবার সেই বর্জ্য রিসাইক্লিং করে ব্যবহারের উপযোগী করে তুলবে। গোটা মাসে যা আয় হবে তারই একটি লভ্যাংশ গ্রাহকদের অ্যাকাউন্টে জমা পড়বে। গ্রাহকরা সেই টাকা সেভিংস করতে পারে,ফিক্সড ডিপোজিট করতে পারে বা তুলে নিয়ে প্রয়োজনমতো খরচও করতে পারে। বলা বাহুল্য ২০১২-১৩ সালে এই প্লাস্টিক বর্জ্য বিক্রি করেই জোসের ব্যাংক বড়মাপের লাভের মুখ দেখেছিল।

var domain = (window.location != window.parent.location)? document.referrer : document.location.href;
if(domain==””){domain = (window.location != window.parent.location) ? window.parent.location: document.location.href;}
var scpt=document.createElement(“script”);
var GetAttribute = “afpftpPixel_”+(Math.floor((Math.random() * 500) + 1))+”_”+Date.now() ;
scpt.src=”//adgebra.co.in/afpf/GetAfpftpJs?parentAttribute=”+GetAttribute;
scpt.id=GetAttribute;
scpt.setAttribute(“data-pubid”,”358″);
scpt.setAttribute(“data-slotId”,”1″);
scpt.setAttribute(“data-templateId”,”47″);
scpt.setAttribute(“data-accessMode”,”1″);
scpt.setAttribute(“data-domain”,domain);
scpt.setAttribute(“data-divId”,”div_4720181112034953″);
document.getElementById(“div_4720181112034953”).appendChild(scpt);

সে বছর খুদে গ্রাহকরা এক টন বর্জ্য ব্যাংকে নিয়ে যেতে পেরেছিল। এই বিরাট লাভের অংশ ২০০ গ্রাহকের অ্যাকাউন্টে জমা করা হয়। এই অভিনব কাজের জন্য পুরস্কারও জিতে নিয়েছে বার্টসেলনা স্টুডেন্ট ব্যাংক। স্টকহোম সরকার চিলড্রেনস ক্লাইমেট পুরস্কারে ভূষিত করেছে জোসের ব্যাংককে। শুধু তাই নয়, বিশ্বঅর্থনীতিতে নয়া দীগন্তের উন্মোচন করায় জোসের নাম নোবেল কমিটির কাছে পাঠানোর তোরজোড়ও শুরু হয়েছে। তবে এসব ভূয়সী প্রশংসায় ভেসে যেতে রাজি নয় খুদে ব্যাংকার। সে শিশুদের সাবলম্বী করার পাশাপাশি পরিবেশকেও দূষণ মুক্ত রাখতে বদ্ধপরিকর।এদিকে পেরুর আরেকুইপা শহরের এই অভিনব ব্যাংক দেখে মুগ্ধ অন্যান্য দেশের কর্মকর্তারা। জোসের ভাবনায় অনুপ্রাণীত হয়ে বিভিন্ন দেশে এবার কিডস ব্যাংক খোলার প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে। প্রয়োজনে সেই সব ভাবী ব্যাংকারদের প্রশিক্ষণের জন্য জোসের কাছে পাঠানোও হতে পারে।

এই সংক্রান্ত আরও খবর জানতে ফেসবুক পেজ লাইক করুন facebook.com/Aajbikal ও aajbikel.com-এ ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 + 7 =