কাবুল: ২০ বছরের ব্যবধানে ফের তালিবানি শাসনে ফিরল আফগানিস্তান৷ ফলে ভয়ে কাঁপছে আফগানিস্তান। আতঙ্কের ছবিটা ইতিমধ্যেই স্পষ্ট হয়েছে কাবুল বিমান বন্দরে কালো মাথায় গিজ গিজ করতে থাকা ভিড় থেকে৷
এহেন আবহে শুধু তালিবানিদের নিষিদ্ধ করাই নয়, তালিবানরা যাতে ফেসবুকের মতো সোশ্যাল মাধ্যমকে ব্যবহার করতে না পারে সেজন্য এবিষয়ে কড়া পদক্ষেপ গ্রহণ করল সোশ্যাল মাধ্যম ফেসবুক। তালিবান সম্পর্কিত যাবতীয় কনটেন্ট মুছে ফেলার কথা জানাল ফেসবুক। একই সঙ্গে তালিবান সম্পর্কিত কনটেন্টগুলি কারা পোস্ট করছেন সেবিষয়েও নজরদারি শুরু করলে সোশ্যাল মাধ্যমের জনপ্রিয় এই সংস্থা৷
সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে ফেসবুকের মুখপাত্র জানিয়েছেন, ‘‘আমরা তালিবানকে জঙ্গি সংগঠন ছাড়া অন্য কোনও চোখে দেখতে চাই না৷ যাঁরা মানবাধিকার লঙ্ঘন করে তাঁদের আমরা নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছি৷ তালিবানকে নিষিদ্ধ করা হল৷ তালিবান সমর্থিত যেসব অ্যাকাউন্ট আছে, সেই সব অ্যাকাউন্ট এবং পোস্ট মুছে ফেলা হবে৷’’ কেন? ফেসবুক কর্তাদের আশঙ্কা, নিজেদের মতবাদ ফেসবুকের মাধ্যমে প্রচার করার চেষ্টা করছে তালিবানরা৷ তাই এই কঠোর পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত৷
আফগানিস্তান দখলের পর ক্রমেই তালিবানদের ভয়ঙ্কর রূপ সামনে আসছে৷ তাতে আতঙ্কিত সমগ্র বিশ্ব৷ অত্যাচারের হাত থেকে বাঁচতে এক কাপড়ে মানুষদের দেশে ছেড়ে পালানোর ছবি দেশে হতবাক সারা বিশ্ব৷ এই অবস্থায় সোশ্যাল সাইটকে ব্যবহার করে তালিবানরা যাতে বাড়তি কোনও সুযোগ না পেয়ে যায়, তাই এই পদক্ষেপ বলে জানা গিয়েছে৷ এর ফলে তালিবানের হয়ে কোনও কনটেন্ট ফেসবুকে শেয়ার করা হলে তা মুছে ফেলা হবে।