ইংল্যান্ড : মায়ের গর্ভ থেকে ছ’মাসের কন্যা ভ্রূণের অস্ত্রোপচার করে ফের তাকে মাতৃগর্ভ ফিরিয়ে দিলেন চিকিৎসকরা। আগামি এপ্রিলেই তার ভূমিষ্ঠ হওয়ার কথা। ইংল্যান্ডের এসেক্সের বিথান সিম্পসনের ২০ সপ্তাহের ভ্রূণে ধরা পড়ে তার মস্তিষ্কের গঠন ঠিকমতো হচ্ছে না। চিকিৎসকরা জানান, ভ্রূণটি ‘স্পাইনা বিফিডা’ নামে জটিল স্নায়ুরোগে আক্রান্ত। ‘স্পাইনা বিফিডা’ থাকলে স্নায়ুতন্ত্রের সঠিক গঠন হয় না। তাঁরা সিম্পসন দম্পতিকে জানিয়ে দেন, হয় ভ্রূণটিকে নষ্ট করে ফেলতে হবে নয়তো ওই স্নায়ুনালির অস্ত্রোপচার করতে হবে। ব্রিটেন এবং বেলজিয়ামের একদল শল্যবিদ বিথানের গর্ভ থেকে ভ্রূণটিকে বাইরে বের সেটিকে কৃত্রিম উপায়ে বাঁচিয়ে রেখে অস্ত্রোপচার করেন। এখন গর্ভস্থ ভ্রূণের বয়স ৮ মাস। বিথানের কথায়, আমার পেটের ভিতরে ও ক্রমাগত লাথি মেরে চলেছে। তবে বিথান প্রথম নন, ব্রুমফিল্ড হাসপাতালে তিনি গর্ভস্থ ভ্রূণের অস্ত্রোপচার হওয়া ইংল্যান্ডের চতুর্থ মা।
গর্ভস্থ ভ্রূণের সফল অস্ত্রোপচার, নজির গড়লেন চিকিৎকরা
ইংল্যান্ড : মায়ের গর্ভ থেকে ছ’মাসের কন্যা ভ্রূণের অস্ত্রোপচার করে ফের তাকে মাতৃগর্ভ ফিরিয়ে দিলেন চিকিৎসকরা। আগামি এপ্রিলেই তার ভূমিষ্ঠ হওয়ার কথা। ইংল্যান্ডের এসেক্সের বিথান সিম্পসনের ২০ সপ্তাহের ভ্রূণে ধরা পড়ে তার মস্তিষ্কের গঠন ঠিকমতো হচ্ছে না। চিকিৎসকরা জানান, ভ্রূণটি ‘স্পাইনা বিফিডা’ নামে জটিল স্নায়ুরোগে আক্রান্ত। ‘স্পাইনা বিফিডা’ থাকলে স্নায়ুতন্ত্রের সঠিক গঠন হয় না। তাঁরা