ওয়াশিংটন ও নয়াদিল্লি: পাকিস্তানের মাটিতে জঙ্গিঘাঁটিগুলির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে কড়া বার্তা দিল আমেরিকা। সেইসঙ্গে যে কোনও মূল্যে ভারতের সঙ্গে উত্তেজনা কমানোর কথাও বলেছে তারা।
পাক বিদেশমন্ত্রী শাহ মাহমুদ কুরেশিকে ফোনে মার্কিন স্বরাষ্ট্রসচিব মাইক পম্পিও বলেছেন, কোনওরকম সামরিক পদক্ষেপ নেওয়া চলবে না। ভারতের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজকে আরেকটি ফোনে পম্পিও বলেছেন, এই অঞ্চলে শান্তিরক্ষায় দুই দেশ একসঙ্গে কাজ করবে। দুই দেশকেই সংযমরক্ষার জন্য আবেদন জানিয়েছে আমেরিকা। অন্যদিকে, চিনে গিয়ে চিনা বিদেশমন্ত্রী ওয়াং ই-র সঙ্গে বৈঠকে সুষমা পুলওয়ামার প্রসঙ্গ তোলেন। রাশিয়া, ভারত ও চিনের বিদেশমন্ত্রীদের বৈঠকে তিনি বলেন, পুলওয়ামায় হামলা চালিয়েছে পাক মদতপুষ্ট জৈশ এ মহম্মদ। পাকিস্তানের প্রশ্রয়েই তারা বেড়ে উঠেছে।