মাঝ আকাশে বিমানের মুখোমুখি সংঘর্ষ

মক্সো: মাঝ আকাশে মুখোমুখি দুই যুদ্ধবিমান৷ সংঘর্ষে ভস্মীভূত বিমান৷ রাশিয়ার তাতার স্ট্রেটের ঘটনা৷ স্থানীয় সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, দুটি সুখোই ফাইটার বিমান একই পথে চলে যায়৷ কিছু বুঝে ওঠার আগেই মুখোমুখি সংর্ঘ হয় দুটি বিমানের৷ ঘটনাস্থলেই ভস্মীভূত হয়ে যায় দুই বিমান৷ জানা গিয়েছে, হারবা এয়ারফিল্ড থেকে রুটিন উড়ানে যায় বিমান দুটি৷ একটি বিমানের ইঞ্জিন

মাঝ আকাশে বিমানের মুখোমুখি সংঘর্ষ

মক্সো: মাঝ আকাশে মুখোমুখি দুই যুদ্ধবিমান৷ সংঘর্ষে ভস্মীভূত বিমান৷ রাশিয়ার তাতার স্ট্রেটের ঘটনা৷ স্থানীয় সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, দুটি সুখোই ফাইটার বিমান একই পথে চলে যায়৷ কিছু বুঝে ওঠার আগেই মুখোমুখি সংর্ঘ হয় দুটি বিমানের৷ ঘটনাস্থলেই ভস্মীভূত হয়ে যায় দুই বিমান৷

জানা গিয়েছে, হারবা এয়ারফিল্ড থেকে রুটিন উড়ানে যায় বিমান দুটি৷ একটি বিমানের ইঞ্জিন বিকল হয়ে অন্যটির গতিপথে চলে যায় যাওয়ায় ঘটে দুর্ঘটনা৷ রাশিয়ার ডিফেন্স মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, একটি বিমান জাপান সাগরে ভেঙে পড়েছে৷ প্রায় ৭ ঘণ্টা পরে একজন পাইলটকে সমুদ্রে ভেলায় ভাসমান অবস্থায় চিহ্নিত করা সম্ভব হয়েছে৷ তবে খারাপ আবহাওয়ার জন্য তাঁকে উদ্ধার করা সম্ভব হয়নি৷ বাকি পাইলটদের সমন্ধে এখনও বিশেষ কিছু জানা যায়নি৷ তবে কয়েকজন ক্রু ইমার্জেন্সি এক্সিটের মাধ্যমে বেড়িয়ে আসতে পেড়েছেন৷ কিন্তু তাঁদের অবস্থান বা বিস্তারিত তথ্যও জানা যায়নি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 + 15 =