মৃত্যুপুরী স্পেন! গত ২৪ ঘণ্টায় কিছুটা নিয়ন্ত্রণে মৃত্যুর হার

মৃত্যুপুরী স্পেন! গত ২৪ ঘণ্টায় কিছুটা নিয়ন্ত্রণে মৃত্যুর হার

মাদ্রিদ: তখনও আমেরিকার অবস্থা সেভাবে খারাপ হয়নি৷ ক্রমেই ইতালি ও স্পেনের অবস্থা খারাপ হতে শুরু করে৷  ইউরোপের এই দুই শহর যেন মৃত্যুপুরীতে পরিণত হয়ে যায়৷ ইউরোপের সাজানো এই দুই দেশের খবরে শিউরে উঠতে থাকেন৷ রোজ রোজ এই দুই দেশে মৃত্যুর সংখ্যা বাড়তে থাকে৷ প্রায় দেড় মাস বাদে আশারবাণী শোনাল৷ শুক্রবার স্পেনে করোনায় দৈনন্দিন মৃতের সংখ্যা ছিল সর্বনিম্ন৷

স্পেনে একদিনে হঠাৎ করে মৃতের হার কমে যায়নি বলে জানা গিয়েছে৷ স্পেনে গত দুই সপ্তাহ ধরে ধীরে ধীরে নতুন করে আক্রান্ত বা  মৃতের হার কমতে থাকে৷ তার মধ্যে শনিবার ছিল সব থেকে কম৷ শুক্রবার করোনায় আক্রান্ত হয়ে ৩৬৭ জনের মৃত্যু হয়েছে৷ বৃহস্পতিবার সেই সংখ্যাটা ছিস ৪৪০৷

ইউরোপে করোনায় সব থেকে বেশি করোনায় আক্রান্ত হয়েছে স্পেন৷ স্পেনে করোনায় আক্রান্তের সংখ্যা দুই লক্ষ ছাড়িয়ে গিয়েছে৷ এরপর রয়েছে ইতালি৷ করোনায় ফ্রান্স বা ব্রিটেনের অবস্থা ভালো নয়৷ তবে করোনায় আমেরিকার অবস্থা সব থেকে খারাপ৷ আমেরিকায় করোনায় ৫০ হাজারের বেশি মানুষ মারা গিয়েছে৷ আক্রান্ত হয়েছে আট লক্ষ মানুষ৷  বিশ্বে ২৮ লক্ষের মতো মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন৷ দুই লক্ষের কাছাকাছি মানুষ করোনায় মারা গিয়েছেন বলে জানা গিয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *