আমেরিকায় অব্যাহত মৃত্যুমিছিল! গত ২৪ ঘণ্টায় ১১৫৭ জনের মৃত্যু

আমেরিকায় অব্যাহত মৃত্যুমিছিল! গত ২৪ ঘণ্টায় ১১৫৭ জনের মৃত্যু

ওয়াশিংটন: করোনায় আমেরিকায় মৃতের সংখ্যার হার কিছুটা যেন হ্রাস পেয়েছে৷ তবে এখনও আমেরিকায় করোনা আক্রান্ত হয়ে যে হারে মৃত্যু ঘটছে, তা বিশ্বের যে কোনও দেশের সর্বোচ্চ সংখ্যার থেকেও বেশি৷ ওয়ার্ল্ড মিটারের হিসেবে রবিবার  আমেরিকায় করোনা আক্রান্ত হয়ে ১, ১৫৭ জনের মৃত্যু হয়েছে৷  রবিবার আমেরিকায় ২৬ হাজারের বেশি মানুষের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গিয়েছে৷

আমেরিকায এপ্রিল মাসের এমন একদিন গিয়েছে, যেখানে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা সাড়ে চার হাজার ছাড়িয়ে গিয়েছিল৷ বেশ কয়েক সপ্তাহ ধরেই আমেরিকায় করোনা আক্রান্তের দৈনন্দিন মৃত্যুর সংখ্যা দুই হাজার থেকে তিন হাজারের মধ্যে ছিল৷ সেই হিসেবে গত পাঁচ দিন ধরে করোনায় মৃত্যুর সংখ্যা ধীরে ধীরে কমছে৷ তবে এর অর্থ আমেরিকা করোনায় সব থেকে খারাপ সময় পার করে এসেছে ভাবা ভুল হবে বলেই বিশেষজ্ঞরা মনে করছেন৷ তাঁদের মধ্যে আরও কিছুদিন না যাওয়া অবধি, আমেরিকার বিষয়ে কোনও মন্তব্য করা ভুল হবে৷

অন্য দিকে, করোনায় বিশ্বে সব থেকে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকা৷ আমেরিকায় নয় লক্ষের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন৷ মৃতের সংখ্যা ৫৫ হাজার ছাড়িয়ে গিয়েছে৷ আমেরিকার মধ্যে নিউ ইয়র্ক করোনায় সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে৷ নিউ ইয়র্কে দেখা গিয়েছে এক পঞ্চমাংশ মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন৷ এপ্রিল মাস পর্যন্ত আমেরিকায় লকডাউন চলছে৷ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মে মাস থেকে লকডাউন তুলে নেওয়ার পক্ষে মত দিলেও আমেরিকার বেশিরভাগ প্রদেশের গভর্নর এই বিষয়ে একমত হতে পারেনি৷ নিউ ইয়র্কের গভর্নর জানিয়েছেন, তাঁর প্রদেশ থেকে লকডাউন তোলার মতো পরিস্থিতি এখনও আসেনি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − 17 =