প্রধানমন্ত্রীকে সাপের চামড়ার চপ্পল উপহার দিয়ে বিপাকে বিক্রেতা

পাকিস্তান: প্রধানমন্ত্রীকে উপহার দিতে গিয়ে বিপাকে পড়লেন চপ্পল বিক্রেতা৷ শখ করে প্রধানমন্ত্রীর জন্য সাপের চামড়া দিয়ে বানানো একটি চপ্পল উপহার পাঠান পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার এক বিক্রেতা৷ কিন্তু, এর পরই বাঁধে বিপত্তি৷ প্রধানমন্ত্রী ইমরান খানকে দেওয়া চপ্পল বাজেয়াপ্ত করতে পেশোয়ারের নমকমন্ডিতে নুরুদ্দিন শিনওয়ারির দোকানে হানা দেন বনবিভাগের কর্মীরা৷ নুরুদ্দিনই এই কাপ্তান চপ্পলের নির্মাতা৷ নুরুদ্দিন নিজেই জানান,

প্রধানমন্ত্রীকে সাপের চামড়ার চপ্পল উপহার দিয়ে বিপাকে বিক্রেতা

পাকিস্তান: প্রধানমন্ত্রীকে উপহার দিতে গিয়ে বিপাকে পড়লেন চপ্পল বিক্রেতা৷ শখ করে প্রধানমন্ত্রীর জন্য সাপের চামড়া দিয়ে বানানো একটি চপ্পল উপহার পাঠান পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার এক বিক্রেতা৷ কিন্তু, এর পরই বাঁধে বিপত্তি৷

প্রধানমন্ত্রী ইমরান খানকে দেওয়া চপ্পল বাজেয়াপ্ত করতে পেশোয়ারের নমকমন্ডিতে নুরুদ্দিন শিনওয়ারির দোকানে হানা দেন বনবিভাগের কর্মীরা৷ নুরুদ্দিনই এই কাপ্তান চপ্পলের নির্মাতা৷ নুরুদ্দিন নিজেই জানান, সাপের চামডা় এসেছে সেই মার্কিন মুলুক থেকে৷একটি চপ্পল মার্কিন ক্রেতা ও  একটি ইমারনের জন্য সেটি তিনি বানিয়েছেন৷তাই তিনি প্রধানমন্ত্রীকে উপহার দেন৷ তিনি জানান, ২০১৫ সালে তিনি এই কাপ্তান চপ্পল বানানো শুরু করেন৷ মার্কিন দেশ থেকে অর্ডাও আসত৷ এবারের ঈদের আগে তিনি ইমরানকে উপহার দেন৷ কিন্তু, বিষয়টি জানাজানি হতেই হানা দেয় বনদপ্তর৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *