নিউজিল্যান্ড: নোবেল শান্তি পুরস্কারের জন্য নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডেনের নাম পাঠানো হচ্ছে। ক্রাইটচার্চে দুটি মসিজদে হামলায় ৪০ জনের মৃত্যুর তাঁর ভূমিকা গোটা বিশ্বজুড়েই দারুণ প্রশংসিত।
ফরাসি কবি খাল তোরাবুলি এই প্রস্তাবের উদ্যোক্তা। তাঁর কথায়, জেসিন্ডা যেভাবে প্রকাশ্যে দেশের মানুষের জন্যই কাজ করেছেন। তিনি ভালোবাসাকে উৎসাহিত করেছেন, সারা বিশ্বে ছড়িয়েছেন আশা। এমন নেতাই আমাদের প্রয়োজন। পথ দেখিয়েছে নিউজিল্যান্ড।