জার্মানিতে করোনাভাইরাস আক্রান্ত বেড়ে ১১৭

জার্মানিতে করোনাভাইরাস আক্রান্ত বেড়ে ১১৭

2b692273181ab69cd85d03e761fa947e

বার্লিন: জার্মানিতে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৬৬ থেকে বেড়ে ১১৭ জনে দাঁড়িয়েছে। রোগ নিয়ন্ত্রণ বিষয়ক রবার্ট কচ ইন্সটিটিউট রোববার একথা জানিয়েছে।

ভাইরাসের বিস্তার ঠেকাতে জার্মান সরকারের ক্রাইসিস কমিটি থেকে আন্তঃসীমান্ত ভ্রমণের ব্যাপারে সবিস্তারে নানা নির্দেশনা দেওয়া হয়েছে এবং বড় বড় আন্তর্জাতিক ইভেন্ট বাতিল করা হয়েছে। তাছাড়া, ঠান্ডা লাগার লক্ষণ যাদের আছে তাদেরকে জনসমাগম থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে।

অর্ধেকেরও বেশি মানুষ করোনাভাইরাস আক্রান্ত হয়েছে উত্তর রাইন-ওয়েস্টফালিয়া রাজ্যে। জনবহুল এ রাজ্যটিতে কয়েকটি স্কুল এবং ডে কেয়ার সেন্টারে কয়েকজন কর্মীর করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়ার পর এই কেন্দ্রগুলো সোমবার থেকে বন্ধ করে দেওয়া হচ্ছে। এ বছরের শেষে করোনাভাইরাসের টিকা পাওয়া যাবে বলে বিল্ড পত্রিকাকে জানিয়েছেন জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী। করোনাভাইরাস সংক্রমণ রুখতে জার্মানি শহর-নগর সব বন্ধ করে দিতে জার্মানি প্রস্তুত থাকবে কিনা এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন,“সেটি হবে শেষ পন্থা।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *