আড্ডিড আবাব: মাঝ আকাশে ভেঙে পড়ল যাত্রীবোঝাই বিমান৷ ইথিওপিয়ান এয়ারলাইন্সের ফ্লাইট রবিবার সকালে দুর্ঘটনার কবলে পড়ে৷ বিমানটিতে ১৪৯ জন যাত্রী ও আটজন কর্মচারী ছিলেন৷ সবারই মৃত্যু হয়েছে বলে সরকারিভাবে জানানো হয়েছে৷
আড্ডিড আবাব থেকে নাইরোবি যাচ্ছিল ফ্লাইটটি৷ ইথিওপিয়ান এয়ারলাইন্স থেকে জানানো হয়েছে, আড্ডিস আবাবা থেকে ৬২ কিলোমিটার দক্ষিণ-পূর্বে বিশোফটু শহরের কাছে ভেঙে পড়ে বোয়িং ৭৩৭-৮০০ ম্যাক্স৷ এদিন ৮টা ৪৪ মিনিট নাগাদ বিমানচির সঙ্গে যোগাযোগ বিচ্ছন্ন হয়ে যায়৷ দুর্ঘটনার পরই টুইট-বার্তায় শোক প্রকাশ করেছেন ইথিওপিয়ার প্রধানমন্ত্রী। চলছে উদ্ধারকাজ। ব্ল্যাকবক্স হাতে এলে তারপরই বিমান দুর্ঘটনার সম্ভাব্য কারণ জানা যাবে বলে আশা করা হচ্ছে৷
Reuters quoting Ethiopia state broadcaster: No survivors from crashed Ethiopian Airlines Addis Ababa – Nairobi flight that was carrying 157 people. pic.twitter.com/OGKXYBOYxT
— ANI (@ANI) March 10, 2019