করাচি: শান্তিকে সুযোগ দিন। আবেদন করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি বলেছেন, তিনি তাঁর কথা রাখবেন। পুলওয়ামার আত্মঘাতী জঙ্গি হানার পর ইমরান বলেছিলেন, ব্যবস্থা নেওয়ার মতো তথ্যপ্রমাণ ভারত দিলে তিনি সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেবেন।
পাক প্রধানমন্ত্রী দফতর এই কথা জানিয়েছে। মোদি তাঁকে পাঠানের সন্তান বলে উল্লেখ করায় তিনি শান্তির প্রস্তাব দিয়েছেন। তিনি জানান, ২০১৫ সালে মোদির সঙ্গে তিনি দারিদ্র মোচনের কথা বলেছিলেন। শান্তি আলোচনার জন্য কোনওরকম সন্ত্রাসকে মদত না দেওয়ার কথা হয়েছিল। কিন্তু এখন ভারতে নির্বাচনের জন্য শান্তি অধরা। মোদির উচিত, শান্তিকে সুযোগ দেওয়া।