প্রয়াত বিশ্বের প্রবীণতম ব্যক্তির

টোকিও: মৃত্যু হল বিশ্বের বয়স্কতম ব্যক্তি মাসাজো নানাকার৷ তাঁর বয়স হয়েছিল ১১৩ বছর৷ পরিবার সূত্রে জানানো হয়েছে, রবিবার ভোরে উত্তর জাপানের হোক্কাইডো শহরে নিজের বাড়িতে ঘুমন্ত অবস্থায় নানাকার মৃত্যু হয়েছে৷ বয়সজনিত কোনও সমস্যা তাঁর ছিল না৷ চার প্রজন্ম ধরে নানাকা পরিবার হট স্প্রিংস ইন চালাচ্ছেন৷ গত বছর মাসাজোকে বিশ্বের প্রবীণতম ব্যক্তি হিসেবে শংসাপত্র দেওয়া হয়েছিল।

প্রয়াত বিশ্বের প্রবীণতম ব্যক্তির

টোকিও: মৃত্যু হল বিশ্বের বয়স্কতম ব্যক্তি মাসাজো নানাকার৷ তাঁর বয়স হয়েছিল ১১৩ বছর৷ পরিবার সূত্রে জানানো হয়েছে, রবিবার ভোরে উত্তর জাপানের হোক্কাইডো শহরে নিজের বাড়িতে ঘুমন্ত অবস্থায় নানাকার মৃত্যু হয়েছে৷ বয়সজনিত কোনও সমস্যা তাঁর ছিল না৷ চার প্রজন্ম ধরে নানাকা পরিবার হট স্প্রিংস ইন চালাচ্ছেন৷

গত বছর মাসাজোকে বিশ্বের প্রবীণতম ব্যক্তি হিসেবে শংসাপত্র দেওয়া হয়েছিল। তখন তাঁর বয়স হয়েছিল ১১২ বছর ২৫৯ দিন। ১৯০৫ সালের ২৫ জুলাই জন্ম মাসাজোর। পারিবারিক হট স্প্রিংস ব্যবসাকেই তিনি পেশা হিসেবে বেছে নেন। এখন সেই ব্যবসা চালাচ্ছেন মাসাজোর নাতনি। নানাকারের পাঁচ সন্তানের মধ্যে তিন ছেলে এবং স্ত্রীর আগেই মৃত্যু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 1 =