করোনার রাজধানী এবার আমেরিকা, আক্রান্তের সংখ্যা লক্ষাধিক

করোনার রাজধানী এবার আমেরিকা, আক্রান্তের সংখ্যা লক্ষাধিক

66cc74b3afea663a2bb0ca7f5a5aa45c

নিউ ইয়র্ক: শুক্রবার একদিনেই আমেরিকায় ১৮ হাজারের বেশি মানুষের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ ঘটেছে৷ প্রাণঘাতী এ ভাইরাসে আমেরিকায় মৃতের সংখ্যা ১,৬০০৷ এদিকে করোনা ভাইরাসের আর্থিক মন্দা কাটাতে ২.২ ট্রিলিয়ন ডলার বরাদ্দ করা হয়েছে৷ শুক্রবার বিলটিতে স্বাক্ষর করেছেন ডোনাল্ড ট্রাম্প৷

এই স্বাক্ষরের মধ্য দিয়ে বিলটি আইনে পরিণত হল। এই প্রণোদনা করোনাভাইরাসের আতঙ্কের মধ্যেও মার্কিন শ্রমিকদের স্বস্তি দেবে বলে ট্রাম্প মন্তব্য করেছেন। কভিড-১৯ এ আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়তে থাকায় চিকিৎসা উপকরণের ঘাটতি নিয়ে চিকিৎসকদের মধ্যে অসন্তোষের সৃষ্টি হয়েছে বলে জানা গিয়েছে৷

পরিস্থিতি মোকাবেলায় ট্রাম্প তার জরুরি ক্ষমতা প্রয়োগ করে জেনারেল মোটরসকে ভেন্টিলেটর উৎপাদনে লাগিয়ে দিয়েছেন৷।  মার্কিন কোম্পানিগুলোকে চিকিৎসা উপকরণ বানাতে বাধ্য করতে ট্রাম্পের ওপর কোরীয় যুদ্ধের সময়কার প্রতিরক্ষা উৎপাদন আইন চালু করার ওপর চাপ প্রয়গ করা হয় ট্রাম্পের ওপর৷ কিন্তু ট্রাম্প সংস্থাগুলোকে স্বেচ্ছায় কাজ করার আবেদন জানান বলে জানা গিয়েছে৷ নিউ ইয়র্ক সিটি, নিউ অরলিয়ন্স, ডেট্রয়েটসহ বিভিন্ন এলাকার হাসপাতালগুলো এখন কভিড-১৯ রোগীদের ওষুধ ও চিকিৎসা উপকরণ সংকটে ভুগছে বলে স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে৷
আমেরিকায় শুক্রবার আক্রান্তের সংখ্যা এক লক্ষ ছাড়িয়ে গিয়েছে৷ বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ছয় লক্ষের কাছাকাছি চলে এসেছে৷

অন্যদিকে, শুধু  ইউরোপে করোনায় আক্রান্তের সংখ্যা তিন লক্ষ বলে জানা গিয়েছে৷ করোনায় আক্রান্তর জেরে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে৷ ইতালিতে শুধু শুক্রবার ৯১৯ জনের মৃত্যু হয়েছে৷ একদিনে কোনও দেশে মৃত্যু আগে হয়নি বলে জানা গিয়েছে৷ স্পেনে করোনা আক্রান্তের পাঁচ  হাজার জন মারা গিয়েছে৷  ব্রিটেনেও ব্যাপকভাবে করোনা আক্রান্তের সংখ্যা ছড়িয়ে পড়ছে বলে জানা গিয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *