ছেলের নাম ‘ABCDEF GHIJK Zuzu’ রেখেছেন বাবা!

ছেলের নাম ‘ABCDEF GHIJK Zuzu’ রেখেছেন বাবা!

ইন্দোনেশিয়া: লেখক হওয়ার বাসনা পূরণ হয়নি৷ তবে ছেলের নাম দেওয়ার ক্ষেত্রে সৃজনশীলতা দেখাতে চেয়েছিলেন৷ তাঁর ছেলের নাম শুনলে অবাক না হওয়ার উপায় নেই। ছেলেটির নাম ‘ABCDEF GHIJK Zuzu’৷ ঘটনাটি ইন্দোনেশিয়ার। এই নাম নিয়ে এখন তোলপাড় চলছে সোশ্যাল মিডিয়ায়।

জানা গিয়েছে, Zulfahmi নামে এক ব্যক্তি তাঁর ছেলের নাম দিয়েছেন ‘ABCDEF GHIJK Zuzu’৷ নিজের লেখক হওয়ার বাসনা পূরণ না হওয়ায় ছেলের এমন নাম রাখতে চেয়েছিলেন, যা শুনে গোটা বিশ্বের মানুষ অবাক হবেন৷ নতুন কিছু সৃষ্টি করতে চেয়েছিলেন তিনি। তাই তিনি এই নাম রেখিছিলেন৷ স্কুলে নাম নিয়ে বন্ধুদের কটাক্ষের শিকার হলেও, নিজের নাম নিয়ে গর্বিত বলে জানিয়েছে ওই স্কুল ছাত্র। সম্প্রতি ১২ বছর বয়সী ওই ছেলেকে তাঁর বাবা টিকা দিতে নিয়ে গেলে, সেখান থেকেই এই ঘটনা সংবাদমাধ্যমে উঠে আসে৷ ইন্দোনেশিয়ার দক্ষিণ সুমাত্রার মুয়ারা এনিম অফিসে তিনি ছেলের নাম দেখাতেই প্রাথমিকভাবে আধিকারিকদের মনে হয়েছিল তিনি মশকরা করছেন৷ কিন্তু তাঁদের ভুল ভাঙিয়ে দিতে ওই ব্যক্তি জানান, তিনি লেখক হিসেবে ছেলের এই নাম রেখেছেন। এরপরই আধিকারিকরা চমকে ওঠেন। 

ছেলের এইরকম উদ্ভট নাম রাখা প্রসঙ্গে প্রশ্ন করা হলে, স্থানীয় এক সংবাদমাধ্যমকে ওই ব্যক্তি জানান, তাঁর স্বপ্ন ছিল একজন বড় লেখক হওয়ার। কিন্তু তাঁর স্বপ্ন বাস্তবায়িত হয়নি৷ তাই ছেলের এমন নাম রাখতে চেয়েছিলেন, যাতে তাঁর ‘সৃষ্টি’ বিশ্বের দরবারে স্বীকৃতি পায়। তাই এই নাম রেখেছেন। বাড়িতে অবশ্য ছেলেকে Adef নামে ডাকা হয়। এই ছেলেটি ছাড়াও আরও দু’টি সন্তান রয়েছে তাঁর৷ তিনি জানান, আরও দুই সন্তানের নামও একইভাবে রাখার ইচ্ছে ছিল৷ একজনের নাম Nopq Rstuv এবং আর একজনের নাম Xyz রাখতে চেয়েছিলেন। কিন্তু তাঁর ইচ্ছেও বাস্তবের আলো দেখেনি৷ তাঁদের নাম আম্মার এবং আত্তার। ব্রিটিশ সোশ্যাল মিডিয়া পাবলিশার ল্যাড বাইবেল অনুযায়ী, X Æ A-12 নামের পর এই নামটিই বোধহয় পৃথিবীর সবচেয়ে কঠিন নাম। 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 2 =