ইয়ানা : ঝড়বৃষ্টি হোক বা তুষারপাত, কোনওদিন আগুন নেভেনি আজারবাইজানের পাহাড়ের দশ মিটার এলাকা। থেকে থেকে লাফিয়ে ওঠে আগুনের শিখা।
এই জায়গাকে বলে ইয়ানার দাগ। অর্থ জ্বলন্ত পাহাড়।আজারবাইজানে প্রচুর প্রাকৃতিক গ্যাস। কখনও কখনও তা ফাঁক পেয়ে বেরিয়ে আসে বাইরে। বহু যুগ ধরে তা ভয় পাইয়ে আসছে লোকজনকে। অবাকও করেছে। এই জ্বলন্ত পাহাড়ের কথা লিখেছিলেন মার্কো পোলো। ত্রয়োদশ শতাব্দীতে তিনি এখানে এসেছিলেন। এই আগুনে পাহাড়ের কথা ছড়িয়েছিল বণিকদের মাধ্যমেও।
আর তার থেকেই আজারবাইজানের নাম আগুনের দেশ। আরও অনেক জায়গায় ছিল এমন জ্বলন্ত ফাঁটল। কিন্তু গ্যাস উত্তোলনের ফলে কমেছে গ্যাসের চাপ। তাই অন্য অনেক জ্বলন্ত ফাটল বন্ধ হলেও রয়ে গিয়েছে এই ইয়ানার দাগ। একসময় তা জোরোথ্রুস্টিয়ান ধর্মকেও সাহায্য করেছে। তাদের উপাস্য আগ্নি।