ওয়াশিংটন: সিগারেটে শেষ টান দিয়ে বাকিটা রাস্তায় ফেলে দেওয়াটা হামেশাই করে থাকেন আম জনতা৷ আর এই সামান্য একটি ভুল সমাজে কত বড় প্রভাব ফেলতে পারে, তা সম্প্রতি ফ্লরিডার সেন্ট পিট’স বিচের একটা ছবিই স্পষ্ট৷ চোখে আঙুল দিয়ে সত্যি দেখিয়ে দিল একটি মা পাকি৷
সেন্ট পিট’স বিচের ধার ধরে হাঁটতে বেরিয়েছিলেন এক ব্যক্তি৷ ছিল তাঁর ক্যামেরা৷ হঠাৎ তাঁর চোখে পড়ে, বিচের ধারেই একটা ব্ল্যাক স্কিমার পাখি তার ছানাকে ঠোঁটে করে খাওয়াচ্ছে৷ বিষয়টি দেখতেই ক্যামেরাটা হাতে পাকিয়ে নেন কারেন মেসন৷ একটু নজর করে দেখতেই কারেনের চোখে পড়ে, যে ছানা পাখির মুখে কোনও খাবার নয়, ঝুলছে একটা পোড়া সিগারেটের টুকরো৷ অনুমান, খাবার না পেয়ে খুব সম্ভবত শিশুর মুখে পোড়া সিগারেট তুলে দিল মা পাখি৷ ফোটোগ্রাফার কারেন সঙ্গে সঙ্গে ছবিটা তুলে নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন৷ সঙ্গে লিখেন, ‘ইফ ইউ স্মোক, প্লিজ ডো’ন্ট লিভ ইওর বাট্স বিহাইন্ড’! মুহূর্তে ভাইরাল হয়ে ছবি৷
পাখির ছানার মুখে পোড়া সিগারেটের টুকরো দেখে শিউরে ওঠে নেট বিশ্ব৷ ২০১৮ সালে ওশ্যান কনজার্ভেন্সির এক রিপোর্টে বলা হয়েছিল, সারা বিশ্বের সব সি-বিচ থেকে সঞ্চিত যত বর্জ্য রয়েছে, তাদের প্রথম দশে রয়েছে পোড়া সিগারেটের টুকরো৷ মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন সমুদ্র সৈকত থেকে এক বছরে সাড়ে আট লক্ষেরও বেশি ফেলে দেওয়া সিগারেটের টুকরো পাওয়া গিয়েছে৷ আর এই দূষণ সি-বিচের জীববৈচিত্রের ভারসাম্য নষ্ট করছে৷ ক্ষতিগ্রস্ত হচ্ছে পশুপাখিদের জীবন৷ ব্ল্যাক স্কিমারের ছানার ছবিটি টনক নড়িয়েছে বিশ্বের তামাম পরিবেশপ্রেমীদের৷