পাঞ্জাব: সংখ্যালঘু হিন্দুদের নিয়ে ‘অপমান ও উস্কানিমূলক’ মন্তব্যের জন্য পদ হারালেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের নেতা এবং পাঞ্জাবের তথ্যসংস্কৃতিমন্ত্রী ফায়াজ-উল হাসান চৌহান।
তাঁর দলের তরফে টুইটারে জানানো হয়, ফায়জুল হাসান চৌহানকে সরিয়ে দেওয়া হয়েছে।ফায়জুল হাসান চৌহান পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ওসমান বুজদারের কাছে ইস্তফাপত্র জমা দিলে সঙ্গে সঙ্গে ইস্তফা গৃহীত হয়। পুলওয়ামায় জঙ্গি হামলার ১০ দিন পর গত ২৪ ফেব্রুয়ারি এক সমাবেশে ফায়াজ-উল হাসান চৌহান বেশ কিছু ‘হিন্দুবিরোধী’ মন্তব্য করেন বলে অভিযোগ ওঠে।
সরকারি হিসেবে মতে, পাকিস্তানে প্রায় ৭৫ লাখ হিন্দু ধর্মের মানুষের বসবাস রয়েছে। তাদের সিংহভাগই বাস করেন সিন্ধু প্রদেশে। সোশ্যাল মিডিয়ার চাপের মুখে পদত্যাগ করার আগে ক্ষমাও চান ফায়াজ-উল হাসান চৌহান।