কলম্বো: শ্রীলঙ্কায় নিষিদ্ধ বোরখা। মুখ ঢাকা থাকে এমন কোনও আচ্ছাদন সোমবার থেকে আর পরা যাবে না। প্রেসিডেন্টের প্রেস বিভাগ জানিয়েছে, জরুরি অবস্থার নিয়ম অনুযায়ী, মুখ দেখে চেনা যাবে না এমন বোরখা ও হিজাব নিষিদ্ধ।
বোমা বিস্ফোরণে ২৫০ জনেরও বেশি নাগরিকের মৃত্যুর পর এ পর্যন্ত সেখানে গ্রেফতার হয়েছে ১০০ জনেরও বেশি। পুলিসের বক্তব্য, স্থানীয় ন্যাশনাল তৌহিদ জামাতের মতো জঙ্গি সংগঠন এর পিছনে। মঙ্গলবার আইএস এই হামলার দায় স্বীকার করেছে। সরকারের দাবি, বিস্ফোরণে জড়ত বেশিরভাগ জঙ্গিই হয় ধরা পড়েছে, নয়তো মারা গিয়েছে। শনিবারের অভিযানে মূল চক্রী হাসিমের স্ত্রী ও চারবছরের সন্তানকে উদ্ধার করা হয়েছে। ওই অভিযানে ১৫ জনের মৃত্যু হয়েছে। উদ্ধার হয়েছে বিস্ফোরক।