শাসকদলে নাম লেখালেন জঙ্গি নেতা

ইসলামাবাদ: পাকিস্তানের শাসকদল তেহরিক-ই-ইনসাফে যোগ দিলেন নিষিদ্ধ জঙ্গি সংগঠনের প্রতিষ্ঠাতা নেতা। পাক প্রধানমন্ত্রী ইমরান খানের দলে নাম লিখিয়েছেন নিষিদ্ধ জঙ্গিগোষ্ঠী আনসার-উল-উম্মার প্রধান মৌলানা ফজলুর রহমান খলিল। খলিলের এই দলে যোগদানের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন পিটিআইয়ের অন্যতম শীর্ষ নেতা আসাদ উমর। ফেসবুক পোস্টে উমর জানিয়েছেন, নিজের একাধিক অনুগামী ও সমর্থক নিয়ে ফজলুর রহমান খলিল পিটিআই-তে যোগ

শাসকদলে নাম লেখালেন জঙ্গি নেতা

ইসলামাবাদ: পাকিস্তানের শাসকদল তেহরিক-ই-ইনসাফে যোগ দিলেন নিষিদ্ধ জঙ্গি সংগঠনের প্রতিষ্ঠাতা নেতা। পাক প্রধানমন্ত্রী ইমরান খানের দলে নাম লিখিয়েছেন নিষিদ্ধ জঙ্গিগোষ্ঠী আনসার-উল-উম্মার প্রধান মৌলানা ফজলুর রহমান খলিল।

খলিলের এই দলে যোগদানের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন পিটিআইয়ের অন্যতম শীর্ষ নেতা আসাদ উমর। ফেসবুক পোস্টে উমর জানিয়েছেন, নিজের একাধিক অনুগামী ও সমর্থক নিয়ে ফজলুর রহমান খলিল পিটিআই-তে যোগ দিয়েছেন। সম্প্রতি, পাকিস্তান সেদেশে সক্রিয় জঙ্গি সংগঠনগুলিকে বাগে আনতে ব্যাপক ধরপাকড় শুরু করেছে ইসলামাবাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 + 13 =