ভারতীয় এই মহিলার হাতে উঠল ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রক

ব্রিটেন : প্রথম ভারতীয় বংশোদ্ভূত হিসাবে ব্রিটেনের স্বরাষ্ট্রসচিব হচ্ছেন প্রীতি প্যাটেল৷ নতুন প্রধানমন্ত্রী বরিস জনসনের মন্ত্রিসভায় তিনি স্বরাষ্ট্রমন্ত্রকের দায়ত্ব পাচ্ছেন৷ ৪৭ বছরের প্রীতি বরিসের খুবই কাছের৷ মন্ত্রিসভায় আধুনিক ব্রিটেন ও আধুনিক কনসার্ভেটিভ পার্টর প্রতিনিধিত্ব হবে জানিয়েছেন তিনি৷ ব্রেক্সিটের গণভোটে তিনি নেতৃত্বও দিয়েছেন বলেও জানা গিয়েছে৷ ২০১০ সালে প্রীতি প্রথম সাংসদ নির্বাচিত হন৷ অর্থ, কর্মসংস্থান দপ্তরের

bb63dbcbc7243dbc82b73d2413f05a1a

ভারতীয় এই মহিলার হাতে উঠল ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রক

ব্রিটেন : প্রথম ভারতীয় বংশোদ্ভূত হিসাবে ব্রিটেনের স্বরাষ্ট্রসচিব হচ্ছেন প্রীতি প্যাটেল৷ নতুন প্রধানমন্ত্রী বরিস জনসনের মন্ত্রিসভায় তিনি স্বরাষ্ট্রমন্ত্রকের দায়ত্ব পাচ্ছেন৷ ৪৭ বছরের প্রীতি বরিসের খুবই কাছের৷ মন্ত্রিসভায় আধুনিক ব্রিটেন ও আধুনিক কনসার্ভেটিভ পার্টর প্রতিনিধিত্ব হবে জানিয়েছেন তিনি৷ ব্রেক্সিটের গণভোটে তিনি নেতৃত্বও দিয়েছেন বলেও জানা গিয়েছে৷

২০১০ সালে প্রীতি প্রথম সাংসদ নির্বাচিত হন৷ অর্থ, কর্মসংস্থান দপ্তরের উপ মন্ত্রীও হন তিনি৷  ২০১৬ সালে অন্তর্জাতিক উন্নয়ন বিভাগে স্বরাষ্ট্রসচিবের পদ পান তিনি৷ ২০১৭ সালে তাঁকে পদত্যাগ করেন প্রীতি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *