ইরাক : ছবিটি ইরাকের কুর্দিস্তানে জলাধারের৷ জল শুকিয়ে কাঠ পুরো জলাধার৷ আর তাতেই জেগে উঠেছে ৩৪০০ বছর পুরানো এক প্রাসাদের ধ্বংসাবশেষ৷ গ্রিস নদীর ধারে মসুল জলাধার থেকে প্রাসাদের ধ্বংসাবশেষ আবিষ্কার হওয়ার ঘটনায় উৎসাহিত প্রত্নতাত্ত্বিকরা৷ শুরু হয়েছে খনন৷
মিত্তানি রাজবংশের ইতিহাস ভালোভাবে বুঝতে এই ধ্বংসাবশেষ প্রচুর কাজে আসবে বলেই অনেকেই মনে করছেন৷ কুর্দদের সঙ্গে হাত মিলিয়ে কাজ করছেন জার্মান বিশেষজ্ঞরা৷ কুর্দ প্রত্নতাত্ত্বিকরা জানাচ্ছেন, এটা গত কয়েক দশকের সবথেকে বড় আবিষ্কার৷ প্রাসাদটি নদীর জলস্তর থেকে মাত্রই ৬৫ ফুট উপরে তৈরি হয়৷ পরে একে মাটির দেওয়াল দিয়ে ঘিরে রাখা হয়৷ প্রাসাদের নাম কেমিউন৷ কোনও কোনও দেওয়াল সাড়ে ৬ ফুট চওড়া৷ রয়েছে লাল ও নীল রঙের দেওয়াল চিত্রও৷ পাওয়া গিয়েছে দশটি মাটির তৈরি পাতায় কিউনিফর্মে লেখা লিপি৷ চলছে অনুবাদের কাজ৷